পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

স্টান্ট করতে গিয়ে চোখে আঘাত পেলেন অক্ষয় কুমার, কি বললেন চিকিৎসক? - AKSHAY KUMAR GETS INJURED

'হাউসফুল 5'-এর সেটে গুরুতর আহত হয়েছেন অভিনেতা অক্ষয় কুমার ৷ চোখে চোট পান খিলাড়ি ৷ কেমন আছেন অভিনেতা?

Akshay Kumar
অক্ষয় কুমার (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : 5 hours ago

মুম্বই, 12 ডিসেম্বর: বলিউডের তিনি খিলাড়ি কুমার ৷ 50 বছর বয়সেও তিনি যেমন ফিট তা দেখে অনেকে প্রশংসা করেন ৷ যেখানে সেখানে স্টান্ট করতে প্রস্তুত থাকেন অক্ষয় কুমার ৷ তবে এবার স্টান্ট করতে গিয়েই আহত হলেন অভিনেতা ৷

মুম্বইয়ে 'হাউসফুল 5'-এর শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বলিউড তারকা। শুটিং চলাকালীন তিনি স্টান্ট করছিলেন ৷ ঠিক সেই সময়ে আচমকাই তাঁর চোখে আঘাত লাগে। তড়িঘড়ি শুটিং বন্ধ করে ডাকা হয় চিকিৎসককে ৷ অক্ষয় কুমার আহত হতেই চিন্তায় পরে যায় ছবির কলাকুশলীরা ৷ রিপোর্ট অনুসারে, অক্ষয় কুমার 'হাউসফুল 5'-এর সেটে ছিলেন ৷ সিনেমার জন্য স্টান্ট করার সময় অক্ষয়ের চোখে কিছু উড়ে এসে পড়ে। এরপর চোখ নিয়ে সমস্যায় পরেন অভিনেতা ৷

ছবির সেটে আসে চিকিৎসক ৷ ভালো করে অক্ষয়ের চোখ পরীক্ষা করার পর ব্যান্ডেজ বেঁধে দেন ৷ পরামর্শ দেন বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার ৷ অক্ষয় সেখানে শুটিং বন্ধ করে দিলেও বাকি অভিনেতাদের সঙ্গে শুটিং চলতে থাকে। জানা গিয়েছে, অক্ষয় শীঘ্রই সেটে ফিরতে চান ৷ কারণ ছবিটির শুটিং শেষ পর্যায়ে রয়েছে ৷ ফলে একজনের জন্য কাজ আটকে যাবে চাইছেন না খিলাড়ি অভিনেতা, এমনটাই সূত্রের খবর ৷

'হাউসফুল 5'-এর শেষ শিডিউলের শুটিং হচ্ছে মুম্বইয়ে। এরপর ক্লাইম্যাক্স ও গানের জন্য চিত্রকোট যাবে টিম। হাউসফুল ফ্রাঞ্চাইজির এই সিনেমাতেও একাধিক তারকাদের দেখা যাবে একসঙ্গে ৷ ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, কীর্তি খারবান্দা, ফারদিন খান, সঞ্জয় দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ, চাঙ্কি পান্ডে, মিঠুন চক্রবর্তী, অর্জুন রামপাল, মালাইকা অরোরা, জ্যাকি শ্রফ, ববি দেওল, বোমান ইরানি, জনি লিভার, অর্চনা সিং, অর্চনা সিং, সঞ্জয় দত্ত, রাজপাল যাদবের মতো অভিনেতারা।

অক্ষয়ের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল 'খেল খেল মে' ৷ ফারদিন খান, বাণী কাপুর, তাপসী পান্নুর মতো অভিনেতা ছিলেন এই ছবিতে ৷ পাশাপাশি স্ত্রী 2 ছবিতে দুর্দান্ত ক্যামিও করেন অক্ষয়। পাশাপাশি, 14 বছর পর প্রিয়দর্শনের সঙ্গে একটি হরর কমেডি সিনেমার কথা ঘোষণা করেছেন অভিনেতা ৷ ছবির নাম 'ভূত বাংলা' যা মুক্তি পাবে 2026 সালের 2 এপ্রিল ৷

ABOUT THE AUTHOR

...view details