হায়দরাবাদ, 13 জানুয়ারি:প্রথাগত প্রশিক্ষণ সেভাবে কখনও নেননি ৷ কিন্তু গাড়ির প্রতি প্যাশন প্রথম থেকেই ৷ দুবাইয়ে সেই প্যাশনের জয় ৷ রবিবার 24 ঘণ্টা কার রেসিং প্রতিযোগিতায় ভারতের মুখ উজ্জ্বল করলেন দক্ষিণী তারকা ৷ তার সাফল্যে শুভেচ্ছার বন্যা নেটপাড়ায় ৷ রজনীকান্ত, কমল হাসান থেকে আর মাধবন, সামান্থা রুথ প্রভু সকলেই অজিত কুমারের সাফল্যে উচ্ছ্বসিত ৷
অনুশীলনের সময় এক মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পরেছিলেন তামিল সুপারস্টার অজিত কুমার ৷ তবে রবিবার মিশেলিন দুবাই 24 ঘন্টার এন্ডুরেন্স রেসিং ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেছেন দক্ষিণী অভিনেতা। 991 বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন অভিনেতা ৷ দুবাই ইভেন্টে 'স্পিরিট অফ দ্য রেস' পুরস্কারে ভূষিত হন অজিত কুমার। অভিনেতার সাফল্যে গর্বিত থালাইভা রজনীকান্ত ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "অভিনন্দন আমার প্রিয় অজিত কুমার ৷ তুমি করে দেখিয়েছো ৷ ভগবান আশীর্বাদ থাকুক তোমার ওপর ৷"
সামান্থা রুখ প্রভু ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, "নিজের সাফল্যে কখনোই আত্মতুষ্টিতে না ভুগে ক্রমাগত আরও কঠোর পরিশ্রম করে যাওয়া জয়ের জন্য ৷ তুমি অন্যতম এক উদাহরণ।"