পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'সিংঘম' পিছোতেই এগিয়ে এল 'স্ত্রী', ফের একবার ফিরছে রাজকুমার-শ্রদ্ধা জুটি - Stree Singham Again Release Date - STREE SINGHAM AGAIN RELEASE DATE

Film Releases on 15 August: স্বাধীনতা দিবসে বক্সঅফিস দখলের লড়াই থেকে সরে দাঁড়িয়েছে 'পুষ্পা 2' ও 'সিংঘম এগেইন' ৷ অক্ষয় কুমার, জন আব্রাহামের সঙ্গে টেক্কা দিতে আসছেন রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর ৷ প্রকাশ্যে রোমান্টিক হরর 'স্ত্রী 2' মুক্তির তারিখ ৷

Film Releases on 15 August
কবে মুক্তি পাচ্ছে 'সিংঘম এগেইন' ও 'স্ত্রী'?

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 7:00 PM IST

হায়দরাবাদ, 14 জুন: শুটিং বাকি, তাই পিছিয়ে গেল রোহিত শেট্টির কপ ইউনিভার্স ছবি 'সিংঘম এগেইন' ৷ তার বদলে সামনে এল নতুন মুক্তির তারিখ ৷ এতেই সোনায় সোহাগা রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর ৷ স্বাধীনতা দিবসে পর্দায় আসছে 'স্ত্রী 2' ৷

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, অজয় দেবগণ অভিনীত 'সিংঘম এগেইন' মুক্তি পাবে চলতি বছর দিওয়ালিতে ৷ নতুন পোস্টার শেয়ার করে এদিন সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, "সিংঘম এগেইন প্রেক্ষাগৃহে আসবে 2024-এর দিওয়ালিতে ৷" অজয় দেবগণ অভিনীত 'সিংঘম' প্রথম মুক্তি পায় 2011 সালে ৷ 2014 সালে মুক্তি পায় 'সিংঘম রিটার্নস' ৷ এবার 'সিংঘম পার্ট 3' আসতে চলেছে ৷

মূলত, রোহিত শেট্টি পরিচালিত কপ ইউনিভার্সের তালিকায় সিংঘম সিরিজ ছাড়াও এর আগে মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত সিম্বা (2018) ও অক্ষয় কুমার অভিনীত সূর্যবংশী (2021) ৷ 'সিংঘম এগেইন'-এ দেখা যাবে রণবীর সিং, করিনা কাপুর খান, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ, শ্বেতা তিওয়ারি ও অর্জুন কাপুরকে ৷

অন্যদিকে, 'সিংঘম এগেইন' নতুন মুক্তির তারিখ যেমন পেয়েছে তেমনই স্বাধীনতা দিবসের বক্সঅফিস লড়াইয়ে এগিয়ে এসেছেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2' ৷ আগে 'স্ত্রী 2' মুক্তির দিন হিসাবে সামনে এসেছিল 31 অগস্ট ৷ তবে নির্ধারিত সময়ের দু'সপ্তাহ আগেই প্রেক্ষাগৃহে আসছে রোমান্টিক হরর ছবি ৷ প্রযোজক দীনেশ বিজন ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন সোশাল মিডিয়ায় ৷ তিনি লিখেছেন, "এই স্বাধীনতা দিবসে আসছে স্ত্রী আবার ৷"

'স্ত্রী 2' মুক্তির ঘোষণার সঙ্গেই বক্সঅফিস লড়াইয়ে থাকছে অক্ষয় কুমারের 'খেল খেল মে' ও জন আব্রাহামের 'ভেদা' ৷ উল্লেখ্য, বৃহস্পতিবারই 'পুষ্পা 2' মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয় ৷ ঘোষণা করা হয় শুটিং বাকি থাকার কারণে 'পুষ্পা 2' এখনই আসবে না প্রেক্ষাগৃহে ৷ তারপর পিছিয়ে যায় 'সিংঘম এগেইন' ৷ এখন দেখার, 15 অগস্ট দর্শকমহলে কোন ছবি থাকে এগিয়ে ৷

ABOUT THE AUTHOR

...view details