পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্যারিসের ফ্যাশন মঞ্চে ঐশ্বর্যর কাণ্ড দেখে সাধুবাদ নেটপাড়ায় - Aishwarya Rai at Paris Fashion Week - AISHWARYA RAI AT PARIS FASHION WEEK

Aishwarya Rai: অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ৷ তারমধ্যেই প্যারিস ফ্যাশন উইকে তাক লাগালেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ ফ্যাশন আইকন অ্যাশ দর্শকদের সামনে উপস্থিত হলেন লালপরী হয়ে ৷ মঞ্চে উঠে অ্যাশ যা করলেন, তা দেখে আবেগতাড়িত অনুরাগীরা ৷

Aishwarya Rai
প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্য রাই বচ্চন (গেটি ইমেজ)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 24, 2024, 1:57 PM IST

হায়দরাবাদ, 24 সেপ্টেম্বর:প্যারিস ফ্যাশন উইকে তাঁকে 'নীলপরী' বলা যায় না 'লালপরী' তা নিয়ে দ্বন্দ্ব হতে পারে অনুরাগীদের মধ্যে ৷ প্যারিস ফ্যাশন উইকে লাল পোশাকে বিশ্ববাসীকে কাবু করলেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ ব্যক্তিগত জীবনে অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও ঐশ্বর্য রাই নিজেকে ব্যস্ত রেখেছেন বিভিন্ন কাজের মধ্যে৷ মনোমুগ্ধকর প্যারিশ ফ্যাশন গালায় প্রাক্তন বিশ্বসুন্দরী আরও একবার প্রমান করেছেন তিনি 'কুইন অফ ব়্যাম্পস' ৷

বয়স তাঁর কাছে সংখ্যামাত্র ৷ ফলে 50 বছর বয়সে তিনি যখন ফ্যাশনের মঞ্চে এলেন, তাঁর থেকে চোখ সরানো ছিল দুষ্কর ৷ বেলুন-হেম লাল রঙের পোশাকে তাঁর লুক আরও আকর্ষনীয় করে তোলে ঠোঁটে গাঢ় লাল রঙের ছোঁয়া ৷ কনফিডেন্টের সঙ্গে এলিগ্যান্ট লুকে লরিয়াল প্য়ারিসের হয়ে প্রতিনিধিত্ব করেন অ্যাশ ৷ এই মুহূর্ত আরও স্মরণীয় হয়ে ওঠে যখন ফ্রেঞ্চ দর্শকদের উদ্দেশ্যে ভারতী সংস্কৃতি মেনে সকলকে নমস্কার জানান ৷ তিনি সকলের উদ্দেশ্যে বলেন, 'নমস্তে' ৷ এই ভিডিয়ো সামনে আসার পর মুগ্ধ হন অনুরাগী থেকে নেটিজেনরা ৷ ভারতীয় সংস্কৃতি এত সুন্দরভাবে সকলের সামনে তুলে ধরায়, অ্যাশের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা ৷

মঞ্চে উঠে জানালেন 'নমস্কার' (গেটি ইমেজ)
নজরকাড়া ঐশ্বর্য (গেটি ইমেজ)

কথাতেই রয়েছে, "ট্রেন্ডসেটার্স বদলে যেতে পারেন কিন্তু আইকন লাইফটাইম একজনই হন ৷" আর সেই প্রবাদ বচনকে সত্যি প্রমানিত করেছেন ঐশ্বর্য ৷ স্টাইরল ও গ্রেসে টাইমলেস সিম্বল তৈরি করেছেন নীলপরী ৷ পোশাকের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে নজর কাড়ে অভিনেত্রীর হেয়ার স্টাইলও ৷ প্রতিবারের মতো এইবারও মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়েই ফ্যাশন উইক মাত করছেন অ্যাশ ৷ সোমবার মা-মেয়ে জুটিকে দেখা গিয়েছে কালো রঙের পোশাকে ৷ মা-মেয়ের ফ্যাশনের দিক থেকে ম্যাচিং সেন্স নজর কাড়ে নেটিজেনদের ৷ ফলে খুব তাড়াতাড়ি সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷

অ্যাশের হাসিতেই মাত দুনিয়া (গেটি ইমেজ)

অনুষ্ঠানে ঐশ্বর্যকে দেখা গিয়েছে হলিউড তারকা ইভা লঙ্গোরিয়া এবং ক্যামিলা ক্যাবেলোর সঙ্গে আলাপচারিতায় রপ্ত হতে ৷ পাশাপাশি, আর একটি ভিডিয়োতে দেখা গিয়েছে আরাধ্যাকে সঙ্গে নিয়ে সকলে ক্যামেরার সামনে পোজ দিতে ৷ সিনেমার দিকে নজর দিলে দেখা যায়, কিছুদিন আগেই সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (SIIMA) অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছে অ্যাশ ৷ মণি রত্নম পরিচালিত 'পনিয়িন সেলভান 2' ছবির জন্য তিনি এই পুরস্কার পান ৷

ABOUT THE AUTHOR

...view details