পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ভোটদানে উৎসাহিত করুন, অমিতাভ-শাহরুখদের কাছে আবেদন এআইসিডব্লিউএ'র - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

AICWA: নাগরিকদের ভোট দিতে অনুপ্রাণিত করার জন্য বলিউড তারকাদের আহ্বান জানাল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন । পাশপাশি কলাকুশলী থেকে কর্মীরা যাকে নির্বিঘ্নে ভোট দিতে পারে তাই সোমবার শুটিং বন্ধ রাখার জন্য প্রোডাকশন হাউসগুলিকেও অনুরোধ করা হয়েছে ৷

AICWA
অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 8:46 PM IST

Updated : May 19, 2024, 9:42 PM IST

মুম্বই, 19 মে: সোমবার অর্থাৎ 20 মে মহারাষ্ট্রে পঞ্চম দফায় লোকসভা ভোট ৷ বলিউডের সকলকে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আবেদন করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) ৷ পাশাপাশি বলিউড সেলিব্রেটিদের জনসাধারণকে ভোট দিতে অনুপ্রাণিত করতে বলা হয়েছে ৷ দরকার পড়লে ভোটের দিন শুটিং বন্ধ রাখার জন্যও প্রোডাকশন হাউসগুলিকে অনুরোধ করা হয়েছে এআইসিডব্লিউএ'র তরফে ৷

অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি চিঠি পোস্ট করেছে । সেটির ক্যাপশনে লিখেছে, "অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন 20 মে মুম্বই এবং এর আশেপাশের এলাকায় জনসাধারণকে ভোট দিতে অনুপ্রাণিত করার জন্য সমস্ত বলিউড অভিনেতা এবং অভিনেত্রীদেরকে অনুরোধ করছে । এই নির্বাচন আমাদের জাতির ভবিষ্যৎ গঠনের জন্য গুরুত্বপূর্ণ ।"

একই সঙ্গে মেগাস্টার অমিতাভ বচ্চন, সুপারস্টার শাহরুখ খান, অক্ষয় কুমার, আমির খান এবং অন্যান্যদের ভোট দেওয়ার জন্য অনুরাগীদের উৎসাহিত করার আহ্বান জানিয়েছে সংগঠন । এআইসিডব্লিউএ লিখেছে, "আমরা সম্মানের সঙ্গে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, আমির খান এবং অন্যান্যদের অনুরোধ করছি তাঁদের অনুরাগী এবং সহ-নাগরিকদের বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে উৎসাহিত করার জন্য । আপনাদের অনুরোধ দেশের সরকার গঠনে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে ৷ চলুন এই গুরুত্বপূর্ণ গণতন্ত্রের উৎসবে সকলের অংশগ্রহণ নিশ্চিত করি ।"

পাশাপাশি চ্যানেল, প্রযোজক এবং প্রোডাকশন হাউসগুলিকে সোমবার শুটিং বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে । চিঠিতে বলা হয়েছে, "সংবিধান প্রদত্ত সমস্ত নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ রয়েছে ৷ এর জন্য 20 মে মুম্বই এবং এর আশেপাশের অঞ্চলে বেশ কয়েকটি ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে । বলিউডে হাজার হাজার কর্মী ও শিল্পীর অবদান রয়েছে এবং তাদেরও ভোট দেওয়ার অধিকার রয়েছে । শুটিং থাকলে কর্মী ও শিল্পীদের পক্ষে ভোটের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়বে ৷ তাই অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সমস্ত বলিউড চ্যানেল, প্রযোজক এবং প্রোডাকশন হাউসের কাছে আবেদন করেছে, যদি সম্ভব হয় 20 মে পর্যন্ত শুটিং বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করতে ৷ যাতে কর্মী এবং শিল্পীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন ।"

যদিও শাহরুখ খান ও সলমন খান ইতিমধ্যে সোশাল মিডিয়ায় সকলের কাছে ভোটদানের আর্জি জানিয়েছেন ৷ শাহরুখ তাঁর এক্সে লেখেন, "দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসাবে আমাদের এই সোমবার মহারাষ্ট্রে ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করা উচিত । আসুন আমরা ভারতীয় হিসাবে আমাদের দায়িত্ব- কর্তব্য পালন করি এবং আমাদের দেশের মঙ্গলের কথা মাথায় রেখে ভোট দিই । এগিয়ে যান আর ভোটাধিকার প্রয়োগ করুন ।"

অন্যদিকে সলমন খান লিখেছেন, "আমি বছরে 365 দিন ব্যায়াম বা শরীরচর্চা করি ৷ যাই হয়ে যাক না কেন, ব্যায়াম করা থেকে আমি বিরত থাকি না ৷ সে রকম 20 মে আমার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছি ৷ যাই হোক যাক না কেন আমি ভোট দেবই । তাই আপনি যা করতে চান করুন, কিন্তু আগে গিয়ে ভোট দিয়ে আসুন ৷ আপনারা ভারত মাতাকে কষ্ট দেবেন না ।"

20 মে আটটি রাজ্যের 49টি আসনে ভোটগ্রহণ হবে । পঞ্চম দফায় বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি জম্মু ও কাশ্মীর এবং লাদাখের দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে । মহারাষ্ট্রের মোট 13টি নির্বাচনী এলাকা: ধুলে, ডিন্ডোরি, নাসিক, পালঘর, ভিওয়ান্ডি, কল্যাণ, থানে, মুম্বই উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-মধ্য, মুম্বই দক্ষিণ-মধ্য এবং মুম্বই দক্ষিণে আগামিকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । সাত দফায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । ভোট গণনা হবে 4 জুন ৷

আরও পড়ুন:

  1. ভোটদানের আর্জি শাহরুখের ! গণতান্ত্রিক অধিকারের গুরুত্ব মনে করালেন 'জওয়ান'
  2. সাদা খোলামোলা পোশাকে কানের গালা ডিনারে লাস্যময়ী কিয়ারা, দেখুন ভিডিয়ো
  3. বোতাম খোলা ডেনিম লং শার্টে জ্যাকলিন, বিমানবন্দরে লেন্সবন্দি সলমনও
Last Updated : May 19, 2024, 9:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details