মুম্বই, 19 মে: সোমবার অর্থাৎ 20 মে মহারাষ্ট্রে পঞ্চম দফায় লোকসভা ভোট ৷ বলিউডের সকলকে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আবেদন করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) ৷ পাশাপাশি বলিউড সেলিব্রেটিদের জনসাধারণকে ভোট দিতে অনুপ্রাণিত করতে বলা হয়েছে ৷ দরকার পড়লে ভোটের দিন শুটিং বন্ধ রাখার জন্যও প্রোডাকশন হাউসগুলিকে অনুরোধ করা হয়েছে এআইসিডব্লিউএ'র তরফে ৷
অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি চিঠি পোস্ট করেছে । সেটির ক্যাপশনে লিখেছে, "অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন 20 মে মুম্বই এবং এর আশেপাশের এলাকায় জনসাধারণকে ভোট দিতে অনুপ্রাণিত করার জন্য সমস্ত বলিউড অভিনেতা এবং অভিনেত্রীদেরকে অনুরোধ করছে । এই নির্বাচন আমাদের জাতির ভবিষ্যৎ গঠনের জন্য গুরুত্বপূর্ণ ।"
একই সঙ্গে মেগাস্টার অমিতাভ বচ্চন, সুপারস্টার শাহরুখ খান, অক্ষয় কুমার, আমির খান এবং অন্যান্যদের ভোট দেওয়ার জন্য অনুরাগীদের উৎসাহিত করার আহ্বান জানিয়েছে সংগঠন । এআইসিডব্লিউএ লিখেছে, "আমরা সম্মানের সঙ্গে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, আমির খান এবং অন্যান্যদের অনুরোধ করছি তাঁদের অনুরাগী এবং সহ-নাগরিকদের বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে উৎসাহিত করার জন্য । আপনাদের অনুরোধ দেশের সরকার গঠনে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে ৷ চলুন এই গুরুত্বপূর্ণ গণতন্ত্রের উৎসবে সকলের অংশগ্রহণ নিশ্চিত করি ।"
পাশাপাশি চ্যানেল, প্রযোজক এবং প্রোডাকশন হাউসগুলিকে সোমবার শুটিং বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে । চিঠিতে বলা হয়েছে, "সংবিধান প্রদত্ত সমস্ত নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ রয়েছে ৷ এর জন্য 20 মে মুম্বই এবং এর আশেপাশের অঞ্চলে বেশ কয়েকটি ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে । বলিউডে হাজার হাজার কর্মী ও শিল্পীর অবদান রয়েছে এবং তাদেরও ভোট দেওয়ার অধিকার রয়েছে । শুটিং থাকলে কর্মী ও শিল্পীদের পক্ষে ভোটের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়বে ৷ তাই অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সমস্ত বলিউড চ্যানেল, প্রযোজক এবং প্রোডাকশন হাউসের কাছে আবেদন করেছে, যদি সম্ভব হয় 20 মে পর্যন্ত শুটিং বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করতে ৷ যাতে কর্মী এবং শিল্পীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন ।"