পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মাথায় পরচুলা, কষ্টে ঢাকলেন শরীরের ক্ষত! কেমো নিয়ে শুটিংয়ে যোগ হিনার - Hina Khan - HINA KHAN

Hina Khan Health Update: মারণ রোগ ক্যানসার থাবা বসিয়েছে শরীরে ৷ স্টেজ-থ্রি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার পর কেমো নিয়েছেন শরীরে ৷ চুল বাদ গিয়েছে ৷ শরীরে ক্ষতও ধরা পড়েছে ৷ এতকিছুর পরও এতটুকু দমেনি সাহসী হিনা ৷ সোমবার তিনি কাজে যোগ দিয়েছেন ৷ তাঁর পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে পরচুলা লাগিয়ে তিনি মেকআপ করছেন ৷ সেইসঙ্গে ফের একবার লড়াইয়ের বার্তা ৷

Hina Khan Health Update
হিনা খান (ইনস্টাগ্রাম)

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 10:33 PM IST

মুম্বই, 15 জুলাই:কেন তিনি বলিউডের আইকনিক স্টার তা ফের একবার বোঝালেন ৷ হিনা খান এখনও লড়াই জারি রেখেছেন ক্য়ানসারের সঙ্গে ৷ তবে কেমোথেরাপির পর সোমবার কাজে ফিরলেন হিনা খান। সোশাল মিডিয়ায় অভিনেত্রী পোস্ট করেছেন সেই ভিডিয়ো। মেক আপ রুম থেকে পরচুলা লাগিয়ে, গলার কাছে ক্ষত ঢাকতে ঢাকতে হাসি মুখে একটি ভিডিয়ো পোস্ট করেছেন বলি ডিভা। তাঁকে দেখে এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে কাজে ফিরে কতটা খুশি হিনা।

এদিন ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন, "ক্যানসার আক্রান্ত হওয়ার পর আমার প্রথম অ্যাসাইনমেন্ট। চ্যালেঞ্জিং, বিশেষত যখন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। তাই জীবনের খারাপ সময় থেকে একটা বিরতি নেওয়া প্রয়োজন। আর সেই ব্রেকটা প্রত্যেকেরই কাম্য। যদিও, ভালো দিনগুলিতে জীবনকে উপভোগ করতে ভুলবেন না, সেই সংখ্যা যতই কম হোক না কেন। পরিবর্তনকে মেনে নিতে হয়। জীবনে যে বদল আসে সেটার সঙ্গে মানিয়ে নিয়ে স্বাভাবিক থাকতে হয়'। আমরা জিতবই ৷"

এদিন হিনার সঙ্গে ছিল তাঁর টিম, মেকআপ আর্টিস্ট ৷ ভিডিয়োতে হিনা নিজেও বেশ কিছু কথা বলেছেন ৷ তাঁর লুক রেডি হওয়ার পর তাঁকে দেখতে লাগছেও দারুণ ৷ তবে শরীরের ক্ষত ঢাকতে কষ্ট হচ্ছে বইকি ৷ ব্যাকগ্রাউন্ডে বাজছে 'আংরেজি মিডিয়ামে'র 'এক জিন্দেগি' গানটি ৷

কঠিন সময়েও অন্য যোদ্ধাদের লড়াই দিয়ে অভিনেত্রী বার্তা দিয়েছেন, "আমি সারাদিন হাসপাতালে থাকছি না। তাই এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাঁরা গিয়েছেন বা যাচ্ছেন তাঁরা অনেকেই স্বাভাবিক জীবনে ফিরেছেন। তবে ইচ্ছেশক্তি থাকা প্রয়োজন। যা নিজেকে আনন্দ দেবে সেই কাজ সবসময় করা উচিত। কখনও হাল ছেড়ে দেবেন না এবং আপনি কী করতে পছন্দ করেন সেটা খুঁজে বার করুন। নিজের খুশি নিজের খুঁজে নেওয়ার অধিকার প্রত্যেকের রয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details