মুম্বই, 15 জুলাই:কেন তিনি বলিউডের আইকনিক স্টার তা ফের একবার বোঝালেন ৷ হিনা খান এখনও লড়াই জারি রেখেছেন ক্য়ানসারের সঙ্গে ৷ তবে কেমোথেরাপির পর সোমবার কাজে ফিরলেন হিনা খান। সোশাল মিডিয়ায় অভিনেত্রী পোস্ট করেছেন সেই ভিডিয়ো। মেক আপ রুম থেকে পরচুলা লাগিয়ে, গলার কাছে ক্ষত ঢাকতে ঢাকতে হাসি মুখে একটি ভিডিয়ো পোস্ট করেছেন বলি ডিভা। তাঁকে দেখে এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে কাজে ফিরে কতটা খুশি হিনা।
এদিন ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন, "ক্যানসার আক্রান্ত হওয়ার পর আমার প্রথম অ্যাসাইনমেন্ট। চ্যালেঞ্জিং, বিশেষত যখন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। তাই জীবনের খারাপ সময় থেকে একটা বিরতি নেওয়া প্রয়োজন। আর সেই ব্রেকটা প্রত্যেকেরই কাম্য। যদিও, ভালো দিনগুলিতে জীবনকে উপভোগ করতে ভুলবেন না, সেই সংখ্যা যতই কম হোক না কেন। পরিবর্তনকে মেনে নিতে হয়। জীবনে যে বদল আসে সেটার সঙ্গে মানিয়ে নিয়ে স্বাভাবিক থাকতে হয়'। আমরা জিতবই ৷"