পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

গ্রেফতার সাহিল খান, পালিয়েও রেহাই পেলেন না 'স্টাইল' খ্যাত অভিনেতা - Actor Sahil Khan - ACTOR SAHIL KHAN

Mahadev Online Betting App Case: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে গ্রেফতার করা হল বলিউড অভিনেতা তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাহিল খানকে। জানা গিয়েছে, তিনি পলাতক ছিলেন ৷ ছত্তিশগড় থেকে শনিবার অভিনেতাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)।

Mahadev Online Betting App Case
Mahadev Online Betting App Case

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 2:23 PM IST

মুম্বই, 28 এপ্রিল: বম্বে হাইকোর্ট অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল ৷ তারপর থেকেই পলাতক ছিলেন 'স্টাইল' ছবি খ্যাত অভিনেতা সাহিল খান ৷ এবার গ্রেফতার হলেন অভিনেতা তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাহিল খান। বর্তমানে তিনি ফিটনেস বিশেষজ্ঞ হিসাবে সোশাল মিডিয়ায় নিজের পরিচিতি গড়ে তোলেন ৷ মহাদেব বেটিং অ্যাপ মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ ৷ জানা গিয়েছে, ছত্তিশগড়ের জগদলপুরের একটি এলাকায় লুকিয়ে ছিলেন তিনি ৷ তারপরেই শনিবার তাঁকে গ্রেফতার করা হয়।

মুম্বই পুলিশের এসআইটি (সিট) রাজ্যের কিছু আর্থিক এবং রিয়েল এস্টেট সংস্থা এবং মহাদেব বেটিং অ্য়াপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 31 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ৷ অভিযুক্তদের মধ্যে নাম ছিল 47 বছর বয়সি সাহিল খানের। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকাও হয়েছিল। এর আগে এসআইটি 2023 সালের ডিসেম্বরে সাহিল এবং অন্য তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডকা হয়েছিল। কিন্তু, তারা আসেনি। তিনি মেসার্সের সঙ্গে একটি চুক্তির ভিত্তিতে নিজেকে একজন ব্র্যান্ডের প্রবর্তক বলে দাবি করেছেন।

তবে পুলিশ জানিয়েছে, সবমিলিয়ে প্রায় 15 হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ অন্তত পুলিশের এফআইআর-এ তেমনটাই দাবি করা হয়েছে। তিনি অ্যাপটির একজন মালিকও বটে। তাঁকে রায়পুর হয়ে মুম্বই আনা হচ্ছে। সেই দৃশ্য সংবাদসংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে পোস্ট কর হয়েছে ৷ পুলিশের মতে, তিনি লোটাস অ্যাপ 247-এর অংশীদার ছিলেন ৷ তাঁকে আজ, রবিবার বিকেলে বম্বে হাইকোর্টে হাজির করা হবে ৷ এখনও পর্যন্ত, এই মামলায় তাঁকেই গ্রেফতার করা হয়েছে ৷ আরও তদন্ত চলছে, বলে জানিয়েছেন মিম্বই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।

উল্লেখ্য, 'স্টাইল', 'এক্সকিউজ মি'-র মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান সাহিল। তবে বেশ কয়েক বছর সিলভার স্ক্রিনে দেখা যায়নি তাঁকে। তাঁর এখন এক ইউটিউব চ্যানেল রয়েছে। ইউটিউবে তাঁর চ্যানেলের 28 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে।

আরও পড়ুন:

  1. নিখোঁজ 'তারক মেহতা কা উলটা চশমা খ্যাত অভিনেতা, অপহরণের অভিযোগ পরিবারের
  2. সলমনের বাড়িতে শিন্ডে, লরেন্স বিষ্ণোই গ্যাংকে শেষ করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
  3. সলমনের বাড়ির বাইরে গুলি, লরেন্সের ভাইয়ের নামে লুকআউট সার্কুলার জারি

ABOUT THE AUTHOR

...view details