কলকাতা, 25 অগস্ট: ফাঁসির সাজা যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে, জোর দিয়ে জানালেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব ৷ আরজি কর হাসপাতালে পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবারের সন্ধ্যায় টালিগঞ্জের কিশোর কুমার মূর্তি সংলগ্ন এলাকায় গণ অবস্থানে সামিল হয় ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম ৷ সেখানে সাংবাদিকদের তিনি বলেন, "মানুষের মনে ভয় নেই ৷ ধর্ষণের শাস্তি ফাঁসি শীঘ্রই কার্যকর করা উচিত ৷"
ধর্ষণের জন্য একমাত্র শাস্তি ফাঁসি, বললেন অভিনেতা সাংসদ দেব (ইটিভি ভারত) এই গণ অবস্থানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, রঞ্জিৎ মল্লিক, পাপিয়া অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায় এবং অন্যরা ৷ হাজির ছিলেন অভিনেতা-সাংসদ দেব অধিকারী ৷ দেব এদিন অপরাধীর ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডের কথা বলেন ৷ তিনি আরও বলেন, "শুধু মেয়েদের গুড টাচ, ব্যাড টাচের শিক্ষা দিলে হবে না ৷ ছেলেদেরও শেখাতে হবে, কোনটা গুড টাচ এবং কোনটা ব্যাড টাচ, তাদেরকেও শেখানোর দরকার ৷"
দেব আরও বলেন, "সবথেকে বড় এজেন্সি এর তদন্ত করছে ৷ আমার মনে হয়, আরেকটু সময় দেওয়া উচিত ৷ দুঃখের যে কলকাতা পুলিশ মাত্র 2-3 দিন সময় পেয়েছিল ৷ সিবিআই যা বলবে, সেগুলিই বিশ্বাস করা উচিত বলে মনে করি আমি ৷" দেব আরও বলেন, "সারা দেশ অপেক্ষা করে আছে ৷ অপরাধীর যেন ফাঁসি হয় এবং যারা প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, তাদের যেন যাবজ্জীবন কারাদণ্ড হয় ৷ ঘটনার পর 14 দিনে 1400 টি ধর্ষণের ঘটনা ঘটে গেল ৷ মানুষের মনে ভয় নেই এতটুকুও ৷ বাংলা বলে শুধু নয়, বাংলার বাইরেও ধর্ষণকারীদের যেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় ৷ বাসে, ট্রামে, অটোতে, ট্রেনে, মেট্রোতে সর্বত্র মেয়েদের উপর নিগ্রহ বন্ধ হবে তখনই, যখন ধর্ষকের মৃত্যুদণ্ড দেওয়া হবে ৷"
টলিপাড়ায় ফের মি টু'র প্রসঙ্গ তোলা হলেও দেব সেই একই কথা বলেন, "ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হলে এই সব কিছু বন্ধ হবে ৷ মানুষ ভয় পাবে ৷ মানুষের মন থেকে ভয় জিনিসটাই চলে গিয়েছে ৷ ধর্ষণের প্রবণতা একটা রোগে পরিণত হয়েছে ৷ যেটা মানুষকে শেষ করে দিচ্ছে ৷"