পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অভিষেক-ঐশ্বর্যকে দেখেই ভিড় পাপারাৎজিদের, কী বললেন অভিনেত্রী ? - ABHISHEK BACHCHAN AND AISHWARYA RAI

বিচ্ছেদ জল্পনায় জল আগেই ঢেলেছেন ৷ এবার নতুন বছর স্ত্রী ও মেয়ের সঙ্গে কাটালেন অভিষেক ৷ ঐশ্বর্য-আরাধ্যার সঙ্গে বিমানবন্দরে ফ্রেমবন্দি অভিষেক ৷

Abhishek and Aishwarya
একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 4, 2025, 11:47 AM IST

হায়দরাবাদ, 4 জানুয়ারি: তারকাদের উপর সবসময় স্পটলাইট থাকে ৷ তাঁদের প্রতিটা চাল চলনে নজর থাকে সংবাদমাধ্য়ম থেকে নেটিজেনদের ৷ অবশেষে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদ জল্পনা বন্ধ হয়েছে ৷ তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিগত কয়েকমাস ধরে যে জলঘোলা হয়েছে তার নিষ্পত্তি ঘটেছে ৷

গুজব নিয়ে তাঁরা একবারও মুখ খোলেননি বরং কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তাঁদের স্ট্রং বন্ডিং ৷ বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি জানান দিয়েছে, বিচ্ছেদ-দূরত্ব বা ব্য়বধান কোনওদিনই তাঁদের সম্পর্ককে ছুঁতে পারবে না ৷ এবার এই জুটিকে দেখা গেল মুম্বই বিমান বন্দরে ৷

শনিবার নতুন বছরের ছুটি কাটিয়ে শহরে ফেরেন অভিষেক-ঐশ্বর্য ও তাঁদের মেয়ে আরাধ্যা ৷ এদিন ধূসর রঙের হুডিতে জুনিয়র বচ্চনকে কুল লাগছিল ৷ অ্যাশের পরনে ছিল কালো রঙের পোশাক ৷ অন্য়দিকে, বচ্চন পরিবারের নাতনি আরাধ্যাকেও লাগছিল মিষ্টি, হাসিখুশি ৷ তাঁকে দেখা গিয়েছে ব্লু টপ ও ডেনিমে ৷ এরপর পাপারাৎজিরা সামনে আসতেই তাঁদের দেখে হাত নাড়েন অভিষেক ৷ এরপর প্যাপদের উদ্দেশ্যে ঐশ্বর্য নতুন বছরের শুভেচ্ছা জানান ৷ পাশাপাশি বলেন, "সকলের ভালো হোক ৷"

ভিডিয়ো সামনে আসতেই তা ভাইরাল হয়ে যায় ৷ এরপর অভিষেককে দেখা যায়, রক্ষাকর্তা স্বামীর মতো অ্যাশকে গাড়িতে উঠিয়ে তিনি নিজে গিয়ে বসেন সামনের সিটে ৷ এই ভিডিয়ো দেখে নেটিজেনরা খুশি ৷ কেউ লিখেছেন, "পরিবার হিসাবে এদের তিনজনকে একসঙ্গে দেখে ভালো লাগছে ৷" আবার কেউ লিখেছেন, "সিনেমার প্রচারের জন্য বিচ্ছেদ জল্পনা ছড়ানো হয়েছিল ৷"

ABOUT THE AUTHOR

...view details