মুম্বই, 26 জানুয়ারি: দেশজুড়ে পালিত হচ্ছে 76তম সাধারণতন্ত্র দিবস । এই বিশেষ দিনে দেশ ও জাতির প্রতি ভালোবাসা ও শুভেচ্ছায় বানভাসি সোশাল মিডিয়া ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সবাই নিজেদের মতো করে সামাজিক মাধ্যমে দিনটি উদযাপন করছেন ৷ তারকাদের মধ্যে অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার, অনিল কাপুর, সানি দেওল, অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেট্টি, দক্ষিণী অভিনেতা রাম চরণ-সহ প্রায় সবাই নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে দেশের প্রতি সম্মান জানিয়েছেন ৷
সাধারণতন্ত্র দিবসে নিজের এক্স হ্যান্ডেলে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের শাহেনশা ৷ তিনি লিখেছেন, "গণতন্ত্র দিবসের অনেক শুভকামনা ৷"
বলিউডের খিলাড়ি আবার তাঁর এক্স হ্যান্ডেলে দেশের বীর সেনাদের আত্মবলিদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন । তার ক্যাপশনে অক্ষয় কুমার লিখেছেন, "গতকালের আত্মত্যাগের জন্যই আজ আমরা স্বাধীন । আসুন আমরা আমাদের কাজের মাধ্যমে এই স্বাধীনতাকে সম্মান করি এবং ভারতকে আরও উচ্চতার শিখরে নিয়ে যাই । শুভ সাধারণতন্ত্র দিবস !"
গরিবের মসিহা হিসেবে পরিচিত বলিউডের অভিনেতা সোনু সুদ এই বিশেষ দিনে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে তাঁর সর্বশেষ সাক্ষাতের ছবি শেয়ার করেছেন । তাঁকে ভারতীয় পতাকা হাতে নিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ।
এভারগ্রিন অনিল কাপুর তাঁর আসন্ন ফিল্ম 'ফাইটার'-এর লুকের একটি ছবি পোস্ট করে 76তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন । ফাইটারে তিনি ছাড়াও রয়েছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন ৷