পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

মহার্ঘ ভাতা থেকে লক্ষ্মীর ভান্ডার, বঙ্গ বাজেটে বরাদ্দ-টাকার অঙ্ক কোথায় কতটা বাড়বে? - WEST BENGAL BUDGET EXPECTATIONS

বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীর মন পেতে মহার্ঘ ভাতা থেকে লক্ষ্মীর ভান্ডার— বরাদ্দ-টাকার অঙ্ক বৃদ্ধি-সহ বেশ কিছু বড় চমক থাকতে পারে এই বাজেটে ৷

West Bengal Budget 2025
বঙ্গ বাজেটে বরাদ্দ-টাকার অঙ্ক কোথায় কতটা বাড়বে? (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2025, 11:38 AM IST

হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি: বুধবার রাজ্যের 2025-2026 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে ৷ এটাই বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট ৷ রাজ্যের এক প্রশাসনিক কর্তার দাবি, কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা প্রায় 1 লক্ষ 71 হাজার কোটি টাকা ৷ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে সাফল্য ভোট-ব্যাঙ্ক মজবুত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের ৷ তাই রাজকোষে ঘাটতি থাকলেও বিভিন্ন প্রকল্প ও সরকারি অনুদানে বড় বরাদ্দ রাখতেই হবে এই বাজেটে ৷

আয়করে ছাড়ের ক্ষেত্রে 'বড় সুবিধা' দিয়ে কেন্দ্রের বাজেটে বিজেপি সরকার যে 'মাস্টার স্ট্রোক' খেলেছে তার পাল্টো রাজ্য বাজেটে কী কী চমক থাকে, সে দিকেই নজর রেখেছেন বিরোধীরা ৷ রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, আগামী বছরের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বেশ কিছু বড় চমক থাকতে পারে এই বাজেটে ৷

বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীর মন পেতে মহার্ঘ ভাতা থেকে লক্ষ্মীর ভান্ডার— বরাদ্দ-টাকার অঙ্ক বৃদ্ধির প্রত্যাশা রয়েছে সকলের মধ্যেই ৷ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর দাবি দীর্ঘদিনের ৷ আজকের বাজেট থেকে তাই সরকারি কর্মীদের প্রত্যাশাও কম নয় ৷ কন্যাশ্রী, রূপশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক জনদরদি প্রকল্পে বরাদ্দ এবং নগদে টাকার অঙ্ক বাড়িয়ে ভোটের আগে সাধারণ মানুষের মন পাওয়ার চেষ্টা করতে পারে রাজ্য সরকার ৷ এমনিতেই আসন্ন ভোটে একলা চলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বার্তায় ভোট রাজনীতিতে সরকারের আত্মবিশ্বাসের প্রতিফল দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

চলতি বছর নীতি আয়োগ 2022-2023 আর্থিক বছরের নিরিখে দেশের 18টি রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে যাতে অর্থনৈতিক অগ্রগতির ভিত্তিতে তৈরি তালিকার 16 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ ৷ অর্থাৎ, অর্থনৈতিক অগ্রগতির ভিত্তিতে বাংলার স্থান তালিকার শেষ থেকে তৃতীয় ৷ বাংলার পরে ওই তালিকায় রয়েছে অন্ধ্র আর পঞ্জাব ৷ কিন্তু, এত কিছুর পরেও স্বাস্থ্য, পরিকাঠামো-সহ একাধিক ক্ষেত্রে বাধ্যতামূলক বরাদ্দের দায়িত্ব নিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রত্যাশা পূরণে কতটা সফল হবে এই বাজেট, সেই দিকেই তাকিয়ে বিরোধীরা।

তথ্যসূত্র: RKC

আরও পড়ুন
অর্থনৈতিক অগ্রগতিতে দেশে শেষ থেকে তিনে বাংলা! বাজেটের আগে নজর আয়-ব্যয়ে
কর-শুল্ক বাবদ কেন্দ্র থেকে বঙ্গের প্রাপ্তি কতটা? রইল 10 অর্থবর্ষের হিসেব

ABOUT THE AUTHOR

...view details