নয়াদিল্লি, 9 অক্টোবর: ইউপিআই-এর লেনদেনের সীমা বাড়িয়ে সাধারণ মানুষকে বাড়তি সুবিধা দিয়েছেন আরবিআই গভর্নর। এর মাধ্যমে ক্ষুদ্র লেনদেনকারী গ্রাহকরা সবচেয়ে বেশি লাভবান হবেন। এর পাশাপাশি UPI Lite এবং UPI 123Pay-এর সম্পর্কেও দারুণ খবর দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠকের পর ইউপিআই সম্পর্কে তিনটি বড় পরিবর্তন করা হয়েছে ৷ এর ফলে সাধারণ মানুষ এবং যারা ছোট লেনদেন করছেন, তারা সর্বাধিক সুবিধা পেতে চলেছেন। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...
UPI নিয়ে RBI-এর 3টি বড় সিদ্ধান্ত:
- UPI 123pay-এর সীমা 5000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে ৷
- UPI লাইটের ওয়ালেট সীমাও 2000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করা হয়েছে ৷ এর ফলে সাধারণ মানুষ বড় সুবিধা পাবেন ৷ কারণ, তারা ছোট লেনদেনের জন্য ব্যাপকভাবে UPI লাইট ব্যবহার করেন।
- UPI Lite-এর প্রতি লেনদেনের সীমাও বাড়ানো হয়েছে এবং প্রতি লেনদেন 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে।
ইউপিআই-এর গুরুত্ব নিয়ে আরবিআই গভর্নরের বড় কথা: