পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

UPI লেনদেনের সীমা বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, উৎসবে আরও সহজ হবে কেনাকাটা - UPI LIMIT INCREASED

ইউপিআই সম্পর্কে তিনটি বড় পরিবর্তন করা হয়েছে ৷ এর ফলে সাধারণ মানুষ এবং যারা ছোট লেনদেন করছেন, তারা সর্বাধিক সুবিধা পেতে চলেছেন।

UPI LIMIT INCREASED
UPI লেনদেনের সীমা বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 12:37 PM IST

নয়াদিল্লি, 9 অক্টোবর: ইউপিআই-এর লেনদেনের সীমা বাড়িয়ে সাধারণ মানুষকে বাড়তি সুবিধা দিয়েছেন আরবিআই গভর্নর। এর মাধ্যমে ক্ষুদ্র লেনদেনকারী গ্রাহকরা সবচেয়ে বেশি লাভবান হবেন। এর পাশাপাশি UPI Lite এবং UPI 123Pay-এর সম্পর্কেও দারুণ খবর দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠকের পর ইউপিআই সম্পর্কে তিনটি বড় পরিবর্তন করা হয়েছে ৷ এর ফলে সাধারণ মানুষ এবং যারা ছোট লেনদেন করছেন, তারা সর্বাধিক সুবিধা পেতে চলেছেন। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

UPI নিয়ে RBI-এর 3টি বড় সিদ্ধান্ত:

  • UPI 123pay-এর সীমা 5000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে ৷
  • UPI লাইটের ওয়ালেট সীমাও 2000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করা হয়েছে ৷ এর ফলে সাধারণ মানুষ বড় সুবিধা পাবেন ৷ কারণ, তারা ছোট লেনদেনের জন্য ব্যাপকভাবে UPI লাইট ব্যবহার করেন।
  • UPI Lite-এর প্রতি লেনদেনের সীমাও বাড়ানো হয়েছে এবং প্রতি লেনদেন 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে।

ইউপিআই-এর গুরুত্ব নিয়ে আরবিআই গভর্নরের বড় কথা:

রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণায় আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন যে, ইউপিআই লেনদেনের মাধ্যমে ভারতের অর্থনৈতিক দৃশ্যপটে একটি বড় পরিবর্তন এসেছে। এ কারণে দেশে আর্থিক লেনদেন খুবই সহজ হয়েছে।

হোম লোন-গাড়ির লোনের ইএমআই-তে কোনও পরিবর্তন নেই:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তার ক্রেডিট পলিসিতে টানা দশম বারের জন্য রেপো রেটে কোনও পরিবর্তন করেনি এবং এটি হার 6.5 শতাংশেই ধরে রেখেছে। রেপো রেট একই থাকা মানে হোম লোন, অটো লোন-সহ বিভিন্ন লোনে আপনার ইএমআই-এর অঙ্ক পরিবর্তনের সম্ভাবনা কম।

আরও পড়ুন
REPO Rate নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল রিজার্ভ ব্যাঙ্ক, সুদের হার কি বাড়ল ?
আজ থেকে পরিবর্তিত হল PPF অ্যাকাউন্টের নিয়ম, নতুন সুদের হার কত ?

ABOUT THE AUTHOR

...view details