নয়াদিল্লি, 23 জানুয়ারি: অ্যাপ ক্যাবের ভাড়া একই দূরত্বের ক্ষেত্রে মোবাইল ফোনের ধরন অনুযায়ী বদলে যাচ্ছে । সাধারণ অ্যানড্রয়েড ফোন থেকে গাড়ি বুকিংয়ের ক্ষেত্রে যে ভাড়া দেখাচ্ছে, আইফোন থেকে অ্যাপ ক্যাবের বুকিংয়ে তা কয়েক গুণ বেড়ে যাচ্ছে ! গুরুতর এই অভিযোগে অ্যাপ ক্যাব সংস্থা ওলা এবং উবরকে নোটিস পাঠিল কেন্দ্রীয় সরকার। একই দূরত্বের জন্য একেক গ্রাহকের থেকে ভিন্ন ভিন্ন ভাড়া নেওয়ার ব্যাখ্যা তলব করা হয়েছে এই দুই সংস্থার কাছ থেকে।
কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রকের সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CPCA) ওলা ও উবরকে এই বিষয়ে নোটিস পাঠিয়েছে। একই দূরত্বের জন্য এই দুই অ্যাপ ক্যাব সংস্থা একেক যাত্রীর থেকে একেক রকম ভাড়া নিচ্ছে। অভিযোগ, কোন ধরনের ফোন থেকে ক্যাব বুক করা হচ্ছে, তার উপর নির্ভর করে বদলে যাচ্ছে ভাড়ার অঙ্ক। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি তার নোটিসে বলেছে, কিসের ভিত্তিতে ওলা-উবর একই দূরত্বের যাত্রাপথের জন্য দু'রকম ভাড়া নির্ধারণ করছে, তা ব্যাখ্যা করতে হবে। অ্যাপ ক্যাবের ভাড়ায় এই ধরনের বৈষম্য কেন বা কীসের ভিত্তিতে, তা-ও জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। অ্যাপ ক্যাব পরিষেবায় স্বচ্ছতার জন্য এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের সূত্রে।