নয়াদিল্লি, 31 জানুয়ারি: শুক্রবার সংসদে অর্থনৈতিক সমীক্ষা 2024-25 জানিয়েছে, দেশের শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY-U) আওতায় মোট 1 কোটি 18 লক্ষ বাড়ির অনুমোদন মিলেছে। শহরাঞ্চলে স্থায়ী আবাসন প্রদানের জন্য কেন্দ্র সরকার 2015 সালে PMAY-U চালু করে। 2024 সালের সেপ্টেম্বরে, অতিরিক্ত এক কোটি পরিবারকে-সহায়তা করার জন্য PMAY-U 2.0 চালু করা হয়েছিল।
89 লক্ষেরও বেশি বাড়ি তৈরির কাজ শেষ:
2024-25 আর্থিক বছরের প্রাক-বাজেট নথিতে বলা হয়েছে, 25 নভেম্বর, 2024 পর্যন্ত মোট 1 কোটি 18 লক্ষ বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে 1 কোটি 14 লক্ষ বাড়ির ভিত্তি করা হয়ে গিয়েছে আর 89 লাখেরও বেশি বাড়ি তৈরির কাজ হয়ে গিয়েছে। বর্তমানে, 29টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল PMAY-U 2.0-এর জন্য চুক্তিতে স্বাক্ষর করেছে ৷
শহরাঞ্চলে স্থায়ী আবাসন:
শহরাঞ্চলে স্থায়ী আবাসন দেওয়ার জন্য 2015 সালে কেন্দ্র PMAY-U চালু করে ৷ 25 নভেম্বর 2024 পর্যন্ত মোট 1 কোটি 18 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে 1 কোটি 14 লক্ষ বাড়ির ভিত্ত করা হয়ে গিয়েছে আর 89 লাখেরও বেশি বাড়ি তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। এর পাশাপাশি, আরও এক কোটি পরিবারকে সাহায্য করার জন্য 2024 সালের সেপ্টেম্বরে PMAY-U 2.0 চালু করা হয়েছিল।