পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

কর-শুল্ক বাবদ কেন্দ্র থেকে বঙ্গের প্রাপ্তি কতটা? রইল 10 অর্থবর্ষের হিসেব - CELTRAL TAX SHARE OF WEST BENGAL

কেন্দ্রের কর-শুল্ক বাবদ আয়ের রাজ্যভিত্তিক বন্টনে পশ্চিমবঙ্গের প্রাপ্তির হিসেব সামনে এসেছে৷ এই প্রতিবেদনে গত 9 অর্থবর্ষে বাংলার প্রাপ্তির হিসেব তুলে ধরা হল৷

Celtral Tax Share Of West Bengal
কর-শুল্ক বাবদ কেন্দ্র থেকে বঙ্গের প্রাপ্তি কতটা? (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2025, 1:59 PM IST

হায়দরাবাদ, 3 ফেব্রুয়ারি: কেন্দ্রের কর এবং শুল্ক ভিত্তিক মোট আয়ের রাজ্যভিত্তিক বন্টনে হিসেব প্রকাশ করেছে অর্থমন্ত্রক৷ তাতে কোন রাজ্যকে কর এবং শুল্কের অংশ হিসাবে কত টাকা দেওয়া হয়েছে তা বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে৷ কেন্দ্রের প্রকাশিত কর এবং শুল্ক বাবদ আয়ের রাজ্যভিত্তিক বন্টনে পশ্চিমবঙ্গের প্রাপ্তির হিসেবও জানা গিয়েছে ৷

2025-26 সালে কেন্দ্রের কর এবং শুল্ক ভিত্তিক মোট আয়ের 7.523 শতাংশ বাবদ পশ্চিমবঙ্গ মোট 107010.47 কোটি টাকা পেয়েছে। এর মধ্যে রয়েছে কর্পোরেশন ট্যাক্স হিসেবে 29880.99 কোটি টাকা, আয়কর বাবদ 39869.95 কোটি টাকা, কেন্দ্রীয় জিএসটি বাবদ 31153.50 কোটি টাকা, কাস্টমস হিসেবে 4925.47 কোটি টাকা, এক্সাইজ ডিউটি ​​হিসেবে 1023.26 কোটি টাকা, পরিষেবা কর বাবদ 3.08 কোটি টাকা এবং অন্যান্য কর ও শুল্ক বাবদ 154.22 কোটি টাকা। (বাজেটের অনুমান)

কেন্দ্রের কর-শুল্ক বাবদ মোট আয়ের রাজ্যভিত্তিক বন্টনে পশ্চিমবঙ্গের প্রাপ্তির হিসেব:

কেন্দ্রের প্রকাশিত কর ও শুল্ক বাবদ মোট আয়ের রাজ্যভিত্তিক বন্টনে শেষ 9 অর্থবর্ষে (2016 থেকে 2025 সাল পর্যন্ত) বঙ্গের প্রাপ্তির হিসেব এক নজরে দেখে নেওয়া যাক...

  • 2016-17 অর্থবর্ষ: 2016-17 পশ্চিমবঙ্গ 45066.39 কোটি টাকা রিটার্ন পেয়েছে।
  • 2017-18 অর্থবর্ষ: 2017-18 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ 49680.22 কোটি টাকা রিটার্ন পেয়েছে।
  • 2018-19 অর্থবর্ষ: পশ্চিমবঙ্গ 49662.06 কোটি টাকা রিটার্ন পেয়েছে।
  • 2019-20 অর্থবর্ষ: 2019-20 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ 50051.2 কোটি টাকা রিটার্ন পেয়েছে।
  • 2020-21 অর্থবর্ষ: পশ্চিমবঙ্গ 46305.09 কোটি টাকা রিটার্ন পেয়েছে।
  • 2021-22 অর্থবর্ষ: এই বছর পশ্চিমবঙ্গ 64179.25 কোটি টাকা রিটার্ন পেয়েছে।
  • 2022-23 অর্থবর্ষ: পশ্চিমবঙ্গ তার রিটার্ন শেয়ার হিসেবে পেয়েছে মাত্র 73138.94 কোটি টাকা।
  • 2023-24 অর্থবর্ষ: 2023-24 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ 85484.3 কোটি টাকা রিটার্ন শেয়ার পেয়েছে।
  • 2024-25 অর্থবর্ষ: এই বছর পশ্চিমবঙ্গ 96812.42 কোটি টাকা রিটার্ন শেয়ার পেয়েছে (সংশোধিত অনুমান)।

2025-26 সালে এই খাতে কেন্দ্র থেকে বাংলার প্রাপ্তির অঙ্ক 107010.47 কোটি টাকা (বাজেটের অনুমান) ৷ এই টাকা কর-শুল্ক বাবদ কেন্দ্রের মোট আয়ের 7.523 শতাংশ৷ উল্লেখিত পরিসংখ্যান অনুযায়ী, 2016-17 অর্থবর্ষের তুলনায় 2025-26 অর্থবর্ষে কেন্দ্র থেকে এই খাতে রাজ্যের প্রাপ্তির পরিমাণ 61,944.08 টাকা বেড়েছে ৷ পাশাপাশি, গত অর্থবর্ষের (2024-25) তুলনায় 2025-26 সালে কেন্দ্র থেকে কর-শুল্ক বাবদ আয়ের রাজ্যভিত্তিক বন্টনে বাংলার প্রাপ্তির পরিমাণ 10,198.05 কোটি টাকা বাড়ছে বলে অনুমান করা হয়েছে৷

সূত্র: বাজেট 2025-এ কেন্দ্রীয় কর এবং শুল্কের মোট আয়ের রাজ্যভিত্তিক বন্টন সংক্রান্ত বিবৃতি ৷

আরও পড়ুন
বছরে 12 লাখের বেশি উপার্জনে কত টাকা TAX? হিসেবটা বুঝে নিন
প্রত্যাশার পাহাড়ে কেন্দ্রের বাজেট ! এক নজরে বঙ্গের চাওয়া-পাওয়া
প্রায় 63 বছর পর নতুন আইন! এই 8 বড় পরিবর্তনের সম্ভাবনা নতুন আয়কর বিলে

ABOUT THE AUTHOR

...view details