হায়দরাবাদ, 4 জানুয়ারি: চলতি বিপণন মৌসুমের প্রথম প্রান্তিকে এক বছর আগের তুলনায় চিনির উৎপাদন প্রায় 16 শতাংশ কমেছে। এ কারণে চিনির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন (ISMA) চিনি উৎপাদনের প্রথম হিসাব প্রকাশ করেছে। 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে চিনি বিপণন মৌসুম।
চিনির উৎপাদন কতটা কমেছে?
2024-25 মৌসুমের প্রথম ত্রৈমাসিকে চিনির উৎপাদন দাঁড়িয়েছে 95.40 লাখ টন। এক বছর আগে এই সংখ্যা ছিল 113.01 লাখ টন।
চিনি উৎপাদন কমে যাওয়ার কারণ কী?
ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশনের (ISMA) মতে, কিছু রাজ্যে ইথানল উৎপাদন বেড়েছে। এই কারণে চিনির উৎপাদন কমে গিয়েছে। এর আগে 2023-24 সালে ইথানলের উৎপাদন ছিল 21.50 লক্ষ টন যেখানে 2024-25 সালে ইথানলের উৎপাদন হয়েছে 40 লক্ষ টন। অন্যদিকে, কর্ণাটক ও মহারাষ্ট্রে দেরিতে ফলন শুরু হয়েছে। এটিও উৎপাদন কমার একটি বড় কারণ।