মুম্বই, 7 ফেব্রুয়ারি: এপ্রিল থেকে শুরু হতে চলা পরবর্তী আর্থিক বছরে খুচরো মুদ্রাস্ফীতি 4.2 শতাংশ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ৷ পাশাপাশি 2024-25 সালের জন্য পূর্বাভাস 4.8 শতাংশ বহাল রেখেছে।
চলতি আর্থিক বছরের শেষ দ্বিমাসিক মুদ্রানীতি প্রকাশ করে আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্রা শুক্রবার জানিয়েছেন, সরবরাহের দিক থেকে কোনও ধাক্কা না থাকলেও, ভাল খারিফ শস্য উৎপাদন, শীতকালীন সবজির দাম কমানো এবং রবি ফসলের অনুকূল সম্ভাবনার কারণে খাদ্য মূল্যস্ফীতির চাপ অনেকটাই হ্রাস পাবে। এছাড়াও, আন্তর্জাতিক আর্থিক বাজারে অনিশ্চয়তা, জ্বালানির দামের অস্থিরতা এবং প্রতিকূল আবহাওয়ার ঘটনাগুলি মুদ্রাস্ফীতির জন্য দায়ী বলেও জানান আরবিআই-এর গভর্নর ৷
এই সমস্ত বিষয় বিবেচনা করে, 2024-25 সালের জন্য মুদ্রাস্ফীতি 4.8 শতাংশের পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ চতুর্থ কোয়াটারে তা 4.4 শতাংশে হবে বলেও জানান মলহোত্রা ৷ প্রথমবার মুদ্রানীতি কমিটির বৈঠকের সভাপতিত্ব করার পর এ কথাই জানিয়েছেন আরবিআই-এর গভর্নর। তিনি বলেন, "চলতি বছরে স্বাভাবিক বর্ষাকাল ধরে নিলে, 2025-26 অর্থবর্ষে সিপিআই মুদ্রাস্ফীতি 4.2 শতাংশে পৌঁছবে বলে মনে করা হচ্ছে ৷ যার মধ্যে প্রথম ত্রৈমাসিকে 4.5 শতাংশ, দ্বিতীয় ত্রৈমাসিকে 4 শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে 3.8 শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে 4.2 শতাংশ হবে ৷"