পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

2026 অর্থবর্ষে মুদ্রাস্ফীতি পৌঁছবে 4.8 শতাংশে, পূর্বাভাস আরবিআইয়ের - RBI INFLATION

2024-25 সালের জন্য মুদ্রাস্ফীতি 4.8 শতাংশের পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ চতুর্থ ত্রৈমাসিকে তা 4.4 শতাংশে যাবে বলেও জানান মলহোত্রা ৷

RBI INFLATION
আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্রা (সৌ: আরবিআই এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Feb 7, 2025, 6:14 PM IST

মুম্বই, 7 ফেব্রুয়ারি: এপ্রিল থেকে শুরু হতে চলা পরবর্তী আর্থিক বছরে খুচরো মুদ্রাস্ফীতি 4.2 শতাংশ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ৷ পাশাপাশি 2024-25 সালের জন্য পূর্বাভাস 4.8 শতাংশ বহাল রেখেছে।

চলতি আর্থিক বছরের শেষ দ্বিমাসিক মুদ্রানীতি প্রকাশ করে আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্রা শুক্রবার জানিয়েছেন, সরবরাহের দিক থেকে কোনও ধাক্কা না থাকলেও, ভাল খারিফ শস্য উৎপাদন, শীতকালীন সবজির দাম কমানো এবং রবি ফসলের অনুকূল সম্ভাবনার কারণে খাদ্য মূল্যস্ফীতির চাপ অনেকটাই হ্রাস পাবে। এছাড়াও, আন্তর্জাতিক আর্থিক বাজারে অনিশ্চয়তা, জ্বালানির দামের অস্থিরতা এবং প্রতিকূল আবহাওয়ার ঘটনাগুলি মুদ্রাস্ফীতির জন্য দায়ী বলেও জানান আরবিআই-এর গভর্নর ৷

এই সমস্ত বিষয় বিবেচনা করে, 2024-25 সালের জন্য মুদ্রাস্ফীতি 4.8 শতাংশের পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ চতুর্থ কোয়াটারে তা 4.4 শতাংশে হবে বলেও জানান মলহোত্রা ৷ প্রথমবার মুদ্রানীতি কমিটির বৈঠকের সভাপতিত্ব করার পর এ কথাই জানিয়েছেন আরবিআই-এর গভর্নর। তিনি বলেন, "চলতি বছরে স্বাভাবিক বর্ষাকাল ধরে নিলে, 2025-26 অর্থবর্ষে সিপিআই মুদ্রাস্ফীতি 4.2 শতাংশে পৌঁছবে বলে মনে করা হচ্ছে ৷ যার মধ্যে প্রথম ত্রৈমাসিকে 4.5 শতাংশ, দ্বিতীয় ত্রৈমাসিকে 4 শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে 3.8 শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে 4.2 শতাংশ হবে ৷"

শেষ মুদ্রানীতি পর্যালোচনায়, আরবিআই 2024-25 অর্থবর্ষের জন্য মুদ্রাস্ফীতি 4.8 শতাংশে পৌঁছবে বলে ধারণা করেছিল ৷ যার তৃতীয় ত্রৈমাসিকে 5.7 শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে 4.5 শতাংশ হবে বলে মনে করা হয়েছিল। 2025-26 অর্থবর্ষের প্রথম প্রান্তিকে সিপিআই মুদ্রাস্ফীতি 4.6 শতাংশ এবং দ্বিতীয় ত্রৈমাসিকে 4 শতাংশে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।

2024 সালের ডিসেম্বরে সিপিআই-ভিত্তিক মুদ্রাস্ফীতি চার মাসের মধ্যে সর্বনিম্ন 5.22 শতাংশে নেমে এসেছে । এর মূল কারণ শাকসবজি-সহ খাদ্যপণ্যের দাম কমে যাওয়া। নভেম্বরে এটি ছিল 5.48 শতাংশ। জুলাই-অগস্ট মাসে গড়ে 3.6 শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে সেপ্টেম্বরে 5.5 শতাংশ এবং সালের অক্টোবরে আরও 6.2 শতাংশে পৌঁছেছে।

কমল সুদের হার, 5 বছর পর রেপো রেট কমিয়ে স্বস্তি রিজার্ভ ব্যাঙ্কের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details