পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

REPO Rate নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল রিজার্ভ ব্যাঙ্ক, সুদের হার কি বাড়ল ? - RBI MPC MEETING

বুধবার সকাল 10টা নাগাদ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠকের সিদ্ধান্ত সমনে এসেছে ৷ রেপো রেট নিয়ে কি সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি ?

RBI Governor Shaktikanta Das
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 11:06 AM IST

নয়াদিল্লি, 9 অক্টোবর: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠকের সিদ্ধান্ত সামনে এসেছে। সকাল 10 টা নাগাদ সভার ফলাফল ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্কের (RBI ) গভর্নর শক্তিকান্ত দাস (Governor Shaktikanta Das) বলেছেন যে, এবারও সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি, অর্থাৎ রেপো রেট 6.50 শতাংশ থাকবে। মুদ্রানীতি কমিটির 6 জনের মধ্যে 5 সদস্য সুদের হার পরিবর্তনের পক্ষে নন।

বিশেষজ্ঞরা অনেকেই এটা আগে থেকেই অনুমান করেছিলেন যে, এবারেও হয়তো রেপো রেট বাড়ানো হবে না ৷ অবশেষে সেই অনুমানই সঠিক প্রমাণিত হয়েছে। এর মানে হল, যে বর্তমানে সাধারণ মানুষ হোম লোন, অটো লোন-সহ সমস্ত ধরণের ঋণে ইএমআই সংক্রান্ত কোনও বাড়তি ছাড় পাবেন না।

টানা দশমবার অপরিবর্তিত রেপো রেট:

এই নিয়ে টানা দশমবারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ৷ রিজার্ভ ব্যাঙ্ক শেষবার 2023 সালের ফেব্রুয়ারিতে রেপো রেট 0.25 শতাংশ থেকে বাড়িয়ে 6.5 শতাংশ করেছিল ৷ তারপর থেকে রেপো রেট একই রয়ে গিয়েছে।

মুদ্রানীতি কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ব্যয়বহুল ইএমআই থেকে এখনই কোনও ত্রাণ পাচ্ছেন না সাধারণ মানুষ। তবে বাড়তি সুদের বোঝাও এখনই চাপছে না মানুষের ঘাড়ে ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার নীতিগত হার 6.50 শতাংশে বজায় রেখেছে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আরবিআই মুদ্রানীতি কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই ঘোষণা করেছেন।

পরবর্তী মনিটারি পলিসি কমিটির মিটিং কখন অনুষ্ঠিত হবে?

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) চলতি বছরের 4 থেকে 6 ডিসেম্বর এবং 2025 সালে 5 থেকে 7 ফেব্রুয়ারি তারিখে পরবর্তী মুদ্রানীতি কমিটির বৈঠক করবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন
টানা 9 বার রেপো রেট অপরিবর্তিত, বদল নেই EMI-এ
স্বস্তিতে দেশবাসী ! ফের রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত আরবিআই’য়ের

ABOUT THE AUTHOR

...view details