নয়াদিল্লি, 1 এপ্রিল:এবছর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) 90 বছর পূর্তি হল ৷ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এই অনুষ্ঠানে মোদি বলেন, "এক দশক আগে ব্যাংকিং খাত গভীর আর্থিক চাপের মধ্যে ছিল ৷ কিন্তু এখন ব্যাংকগুলি লাভজনক এবং ঋণ বৃদ্ধি রেকর্ড পর্যায়ে রয়েছে ৷"
তিনি বলেন, "ভারতীয় ব্যাংকিং ক্ষেত্রের রূপান্তর একটি গবেষণালব্ধ ফল ৷ সরকার এই ক্ষেত্রকে পুনরুজ্জীবিত করার জন্য সরকারি (PSU) ব্যাংকগুলিতে 3.5 লক্ষ কোটি টাকা পুঁজি জমা করেছে ৷"
দেশের আর্থিক বিকাশে ব্যাংকিং ক্ষেত্রের 'ডিজিটালাইজেশন'কে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "ইউপিআই একটি বিশ্বব্যাপী স্বীকৃত প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ৷ রিজার্ভ ব্যাংক এখন ডিজিটাল মুদ্রা নিয়েও কাজ করছে ৷" তিনি ঋণ ব্যবস্থাকে আরও সহজলভ্য করে তোলার উপর জোর দেন, পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থাকে সহজ করার পরামর্শ দেন ।
দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের রিজার্ভ ব্যাংকের ভূমিকা এবং পরিকল্পনাগুলির প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আরবিআই-এর মুদ্রানীতি কমিটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রায় খুব ভাল কাজ করেছে ৷ যেখানে বেশ কয়েকটি দেশের অর্থনীতি কোভিড মহামারীর প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য এখনও লড়াই করছে, সেখানে ভারতীয় অর্থনীতি নতুন রেকর্ড তৈরি করছে ৷ বর্তমানে, ভারতের ব্যাংকিং ব্যবস্থাকে বিশ্বে একটি শক্তিশালী এবং স্থায়ী ব্যাংকিং ব্যবস্থা হিসাবে দেখা হয় ৷"