পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

স্বাস্থ্য বিমার উপর জিএসটি প্রত্যাহারের আর্জি, নির্মলাকে চিঠি গড়করির - Nitin Gadkari

GST on Life Insurance Premiums: স্বাস্থ্য বিমা প্রিমিয়ামের উপর 18 শতাংশ জিএসটি প্রত্যাহার করা হোক ৷ এই দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ৷ বিষয়টিকে 'জীবনের অনিশ্চয়তার উপর কর' বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি ৷

Life Insurance Premiums
স্বাস্থ্য বিমায় জিএসটি নিয়ে নির্মলাকে চিঠি গডকরির (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 4:37 PM IST

Updated : Jul 31, 2024, 5:11 PM IST

নয়াদিল্লি, 31 জুলাই: জীবন ও চিকিৎসা বিমা প্রিমিয়ামের উপর 18 শতাংশ পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ধার্য করে কেন্দ্র ৷ এই কর প্রত্যাহার করা হোক ৷ এমনটাই অনুরোধ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি ৷

অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে গডকরি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের নাগপুর ডিভিশনেক এমপ্লয়িজ ইউনিয়নের উদ্বেগের কথা তুলে ধরেছেন ৷ যারা সড়ক মন্ত্রীকে বিমা শিল্পের সমস্যাগুলির বিষয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছিল । সেই মেমোর কথা উল্লেখ করে জিএসটি সংক্রান্ত চিঠিতে নীতিন গড়করি বলেছেন, "জীবন বিমা প্রিমিয়ামের উপর জিএসটি ধার্য করা জীবনের অনিশ্চয়তার উপর কর ধার্য করার সমান । ইউনিয়ন মনে করে, পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য যে ব্যক্তি জীবনের অনিশ্চয়তার ঝুঁকি কভার করার জন্য বিমা করেন তার প্রিমিয়ামের উপর কর আরোপ করা উচিত নয় ।"

চিঠিতে তাঁর আরও সংযোজন, ইউনিয়নের তরফে উত্থাপিত প্রধান সমস্যাটি জীবন এবং চিকিৎসা বিমা প্রিমিয়ামের উপর জিএসটি প্রত্যাহারের সঙ্গে সম্পর্কিত । জীবন বিমা এবং চিকিৎসা বিমার প্রিমিয়াম উভয়ই 18 শতাংশ জিএসটি হারের অধীন । তিনি আরও বলেন, "চিকিৎসা বিমা প্রিমিয়ামের উপর 18 শতাংশ জিএসটি ব্যবসার এই অংশের বৃদ্ধির জন্য একটি প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে, যা সামাজিকভাবে প্রয়োজনীয় নয় ।"

মন্ত্রী নীতিন গড়করি এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে জীবন এবং চিকিৎসা বিমা প্রিমিয়ামের উপর জিএসটি প্রত্যাহারের পরামর্শটি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করার অনুরোধ করেছেন ৷ কারণ নিয়ম অনুযায়ী যথাযথ যাচাইকরণের সময় বিষয়টি প্রবীণ নাগরিকদের জন্য কষ্টকর হয়ে ওঠে ৷

উল্লেখ্য, বিমা কেবলমাত্র একটি বাণিজ্যিক পণ্য নয়, বরং একটি সামাজিক পরিষেবাও ৷ বিমা বিশেষজ্ঞ এবং এই বিমা ইন্ডাস্ট্রি দীর্ঘ দিন ধরেই বিমার উপর লাগু হওয়া গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি হ্রাসের পক্ষে সওয়াল করে আসছে ৷ স্বাস্থ্য বিমা, টার্ম ইনস্যুরেন্স প্ল্যান, ইউনিটের সঙ্গে যুক্ত ইনস্যুরেন্স প্ল্যানগুলিতে 18 শতাংশ জিএসটি লাগে ৷

সংসদীয় কমিটির পর্যবেক্ষণ, উচ্চহারে জিএসটি লাগু করার ফলে প্রিমিয়াম বা কিস্তির অর্থও বেড়ে যায়, যা ভারতে বিমা করার পথে বাধা ৷ বিমাকে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করে তুলতে হবে ৷ তাই এই কমিটি সব বিমার জন্যই জিএসটি হ্রাসের প্রস্তাব দিয়েছে ৷ বিশেষত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা পিএমজেএওয়াই-এর অধীনে থাকা প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বিমা এবং মাইক্রো ইনস্যুরেন্স পলিসিগুলির ক্ষেত্রে ৷

Last Updated : Jul 31, 2024, 5:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details