পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

আরও সহজ হল প্রভিডেন্ট ফান্ডের টাকা স্থানান্তর, জানুন নতুন নিয়ম - Provident Fund - PROVIDENT FUND

EPFO and NPS Rules Change: নতুন আর্থিক বছর থেকে পরিবর্তন হয়েছে এমন কিছু নিয়ম যা জানা আপনার জন্য খুবই জরুরি । এর মধ্যে রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ও ন্যাশনাল পেমেন্ট সিস্টেম ৷ আসুন জেনে নেওয়া যাক, নতুন আর্থিক বছরে এই দুই ক্ষেত্রের নিয়মে কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটল।

Provident Fund
Provident Fund

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 2:23 PM IST

কলকাতা, 2 এপ্রিল: সোমবার অর্থাৎ 1 এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন আর্থিক বছর ৷ আর 2024-25 অর্থবর্ষের সঙ্গেই পরিবর্তিত হয়েছে একাধিক পুরনো নিয়ম এবং কার্যকর হল নয়া নিয়ম ৷ এর মধ্যে রয়েছে চাকরিজীবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এবং অবসরপ্রাপ্তদের জন্য ন্যাশনাল পেমেন্ট সিস্টেম ৷ প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট স্থানান্তর ও এনপিএস-এর ক্ষেত্রে লগইন করতে গেলে এই নতুন নিয়ম মানতে হবে গ্রাহকদের ৷ কী এই নিয়মগুলি চলুন জেনে নিই ৷

প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট স্থানান্তর:নতুন আর্থিক বছরে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএপও)-এর অ্যাকাউন্ট স্থানান্তর করা হল সহজতর । আপনি ধরুন চাকরি পরিবর্তন করেছেন ৷ চাকরির সঙ্গে সঙ্গে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে জমা টাকা স্থানান্তর করতে চান ৷ কিন্তু আগে হলে আপনাকে ফর্ম 13 পূরণ করে নতুন চাকরির সংস্থায় আওতায় অ্যাকাউন্ট সরাতে হত ৷ তবে এবার সেই ঝক্কি আর পোহাতে হবে না ৷ কারণ নয়া নিয়মে আপনি চাকরি পরিবর্তন করলে আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট অন্য কোম্পানিতে স্থানান্তরিত হবে।

নতুন নিয়মে চাকরি পরিবর্তন করলে সহজেই অন্য পিএফ অ্যাকাউন্ট স্থানান্তর করার জন্য 1 এপ্রিল থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটি স্বয়ংক্রিয় সিস্টেম চালু করেছে । এতে কাজে আসবে পিএফের অনলাইন পোর্টাল ৷ এই পোর্টালের মাধ্যমে যেকোনও ব্যক্তি পুরনো কর্মরত সংস্থার টাকা নতুন কোম্পানিতে স্থানান্তর করতে পারবেন ৷ অবসর গ্রহণকালে টাকা পেতে আরও সুবিধা হবে ৷ পেনশনের টাকাও একইভাবে সরিয়ে নেওয়া যাবে নয়া কর্মরত সংস্থায় ৷

এনপিএস লগ ইন নিয়মে পরিবর্তন:নতুন আর্থিক বছর শুরু হওয়ার সঙ্গেই ন্যাশনাল পেমেন্ট সিস্টেম সম্পর্কিত নিয়মে পরিবর্তন এসেছে, যা জালিয়াতির সমস্যা থেকে অ্যাকউন্টকে রক্ষা করবে । আপনি যদি একটি এনপিএস অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে আপনার এনপিএস অ্যাকাউন্টে লগ ইন করার প্রক্রিয়ার পরিবর্তনগুলি সম্পর্কে জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ ৷

এনপিএস তথা ন্যাশনাল পেনশন সিস্টেম অ্যকাউন্টে লগ ইন করতে গেলে এবার থেকে গ্রাহকদের 2 ফ্যাক্টর ভেরিফিকেশন প্রয়োজন ৷ আগে যেমন গ্রাহকরা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এনপিএস খুলতে পারতেন ৷ এখন থেকে শুধু এই দুটি দিয়ে অ্যাকাউন্ট খোলা যানে না ৷ অ্যাকাউন্ট সঙ্গে যোগ করা হয়েছে আধার কার্ড ৷ অর্থাৎ ইউজার আইডি ও পাসওয়ার্ডের সঙ্গে অ্যাকাউন্ট খুলতে আধার নম্বর ব্যবহার করতে হবে ৷ আধার নম্বর দিলে আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বরে আসবে ওটিপি ৷ সেই ওটিপি দিয়ে আপনি এনপিএস অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন ৷

জালিয়াতি রুখতে নয়া নিয়ম:সকল গ্রাহকদের তাদের অ্যাকাউন্টে লগইন করতে নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে ৷ গ্রাহকদের সঞ্চয়কে সুরিক্ষিত করতেই এই নয়া ব্যবস্থা বলে জানানো হয়েছে এনপিএস ট্রাস্টি বোর্ডের তরফে ৷ কারণ অনেক ক্ষেত্রেই জালিয়াতদের খপ্পরে পড়েন বয়স্ক মানুষেরা এবং বৃদ্ধ বয়সের সঞ্চয় খোয়ান তাঁরা ৷

আরও পড়ুন:

  1. ক্রেডিট কার্ড থেকে ন্যাশনাল পেনশন স্কিমে বড়সড় পরিবর্তন, জেনে নিন কবে থেকে কার্যকর
  2. নতুন কর ব্যবস্থায় কোনও পরিবর্তন নেই, জল্পনাকে উড়িয়ে স্পষ্ট বার্তা কেন্দ্রের
  3. নয়া অর্থবর্ষে তুঙ্গে উঠবে ক্রিপ্টোকারেন্সির চাহিদা, তরুণদের মন কাড়বে ইএসজি ফান্ড

ABOUT THE AUTHOR

...view details