মুম্বই, 4 জুন: লোকসভা নির্বাচনের ফলাফলের আভাস মেলা শুরু হতেই মঙ্গলবার শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে ৷ সোমবার শেয়ার বাজার সর্বকালীন উচ্চতায় পৌঁছানোর রেকর্ড গড়েছিল ৷ অথচ মঙ্গলবার বাজার খুলতেই সেনসেক্স 1 হাজার 135.48 কমে হয় 75 হাজার 333.30 ৷ আর নিফটি 408.35 পয়েন্ট কমে হয় 22 হাজার 855.55 ৷ নিফটি সংস্থাগুলির মধ্যে ছ’টিতে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে ৷ আর 44টির শেয়ারের দর ক্রমশ কমেছে ৷
নিফটি সূচকে সান ফার্মা, ডিভি'স ল্যাব, নেসলে ইন্ডিয়া, সিপ্লা এবং ব্রিটানিয়ার শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে ৷ অন্যদিকে শেয়ারের দর কমেছে আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজেস, লারসেন অ্যান্ড টুব্রো (এলটি), কোল ইন্ডিয়া এবং ওএনজিসি-র ৷
কোটাক সিকিউরিটিজের ইক্যুইটি রিসার্চের প্রধান শ্রীকান্ত চৌহান বলেন, "প্রযুক্তিগতভাবে, যতক্ষণ পর্যন্ত সূচক 23 হাজারের উপরে ট্রেড করছে, ততক্ষণ বুলিশ মোমেন্টাম অব্যাহত থাকবে । সূচক 23 হাজার 500, 23 হাজার 800 ও 22 হাজার 800 পর্যন্ত উঠতে পারে । অন্যদিকে যদি সূচক 23 হাজারের নিচে নেমে যায়, তাহলে তা 22 হাজার 800-তে নেমে আসতে পারে ৷"