মুম্বই, 30 মে:এপ্রিল থেকে শুরু হয়েছে নয়া আর্থিক বছর ৷ চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি 7 শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে ৷ বৃহস্পতিবার এমনই সম্ভাবনার কথা তার বার্ষিক রিপোর্টে প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) । এই রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতীয় অর্থনীতি 2023-24 আর্থিক বছরে দ্রুত গতিতে সম্প্রসারিত হয়েছে ৷ এর ফলে জিডিপি আগের বছরের 7.0 শতাংশের তুলনায় এবার 7.6 শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে । এই নিয়ে পরপর তিন বছর 7 শতাংশ বা তার বেশি বৃদ্ধি পেল জিডিপি । 2024-25 সালেও জিডিপি 7.0 শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে ৷ যার ফলে ভারতীয় অর্থনীতিতে স্থিতিস্থাপকতা বজায় থাকবে ।
রিজার্ভ ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, 2023-24 খরিফ এবং রবি শস্যের মরশুমে সমস্ত ফসল চাষে যে পরিমাণ খরচ হয়েছে কৃষকদের বিক্রির পর তার তুলনায় 50 শতাংশ ন্যূনতম টাকা ফেরত পাবেন তারা । চলতি বছরের 31 মার্চ পর্যন্ত খাদ্যশস্যের সামগ্রিক পাবলিক স্টক বেড়ে 2.9 শতাংশে দাঁড়িয়েছে ৷ 29 নভেম্বর 2023 সাল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনা (PMGKAY) এর অধীনে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের প্রকল্পকে আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে । 1 জানুয়ারি 2024 সাল থেকে এটি কার্যকর হয় ৷
আরও পড়ুন:90 বছরে যে সব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে রিজার্ভ ব্যাংককে