নয়াদিল্লি, 23 জানুয়ারি:রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরেই শেয়ার বাজারে বাজিমাত ৷ হংকংকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত হল ভারত ৷ জানা গিয়েছে, ভারতীয় এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারের সম্মিলিত মূল্য 4.33 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে ৷ যেখানে হংকংয়ের 4.29 ট্রিলিয়ন ৷ এর ফলে হংকংকে ছাড়িয়ে গিয়ে চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত হয়েছে ভারত ৷ ভারতের স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন 5 ডিসেম্বর 2023 সালে প্রথমবারের মতো 4 ট্রিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছিল ৷ যার প্রায় অর্ধেক গত চার বছরে এসেছে বলে জানা গিয়েছে । শীর্ষ তিনটি শেয়ার বাজার হল আমেরিকা, চিন এবং জাপান ।
বিগত এক বছরে ভারতীয় শেয়ারগুলিতে যারা টাকা বিনিয়োগ করেছে সব মিলিয়ে তাদের কাছে বছরটা দুর্দান্ত ছিল । যদিও কিছু সমস্যা দেখা দিয়েছিল ৷ তবুও 2023 সালে বিনিয়োগকারীদের শেয়ার বাজার থেকে ভালো আর্থিক লাভ হয়েছে । ক্রমবর্ধমান ভিত্তিতে 2023 সালেই সেনসেক্স এবং নিফটি 17-18 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ । সে জায়গায় 2022 সালে বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারে মাত্র 3-4 শতাংশ লাভ করেছিল ।
তথ্য অনুয়ায়ী, হংকংয়ের বেঞ্চমার্ক হ্যাং সেং সূচক গত বছরের তুলনায় 32-33 শতাংশ কমেছে ৷ দৃঢ় জিডিপি বৃদ্ধির পূর্বাভাস, পরিচালনাযোগ্য স্তরে মুদ্রাস্ফীতি, কেন্দ্রীয় সরকারের স্তরে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সারা বিশ্বে কেন্দ্রীয় ব্যাংকগুলি তাদের মুদ্রানীতি কঠোর করার মাধ্যমে ভারতের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত এঁকেছে, যা অনেক সংস্থা বলেছে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি ।