পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

শর্ট সেলিং কি ? শর্ট সেলার হিন্ডেনবার্গের রিপোর্টে কীভাবে আদানির শেয়ারদরে ধস নামল ? - Hindenburg Report - HINDENBURG REPORT

Risks And Rewards Of Short Selling: সেবির বিরুদ্ধে হিন্ডেনবার্গের অভিযোগের পর আদানির বাজার মূলধন 2.4 বিলিয়ন ডলার বা প্রায় 20 হাজার 140 কোটি টাকা কমেছে ৷ হিন্ডেনবার্গ রিসার্চ একটি মার্কিন শর্ট সেলিং সংস্থা ৷ কীভাবে কাজ করে এই সংস্থা ? আদানির লোকসানে হিন্ডেনবার্গ রিসার্চ কী সুবিধা পাবে ? শর্ট সেলিং কী ? চলুন বিষয়টি ভালো করে বুঝে নেওয়া যাক...

HINDENBURG REPORT AND SHORT SELLING
হিন্ডেনবার্গের রিপোর্টে কীভাবে আদানির শেয়ারদরে ধস নামল ? (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 5:19 PM IST

কলকাতা, 14 অগস্ট:ভারতের বাজার নিয়ন্ত্রক সেবির (SEBI) বিরুদ্ধে হিন্ডেনবার্গের অভিযোগের পর আদানির শেয়ারদরে ধস নেমেছে ৷ এর ফলে সংস্থার বাজার মূলধন (মার্কেট ক্যাপিটাল) 2.4 বিলিয়ন ডলার বা প্রায় 20 হাজার 140 কোটি টাকা কমেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স ৷ মার্কিন শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Research) আদানি গ্রুপের (Adani Group) বিরুদ্ধে স্টক ম্যানিপুলেশন, অ্যাকাউন্টিং জালিয়াতি, মানি লন্ডারিং, করদাতার তহবিল চুরির মতো একাধিক গুরুতর অভিযোগ এনেছে । হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে দাবি করা হয়েছে, আদানি কেলেঙ্কারিতে ব্যবহৃত অফশোর সংস্থাগুলিতে সেবি প্রধান ও তাঁর স্বামীরও অংশীদারিত্ব ছিল । এর পর থেকেই ধস নামে আদানির শেয়ারদরে, যার প্রভাব পড়েছে দালাল স্ট্রিটের কারবারেও ৷

প্রসঙ্গত, হিন্ডেনবার্গ রিসার্চ একটি মার্কিন শর্ট সেলিং সংস্থা ৷ কীভাবে কাজ করে এই সংস্থা ? আদানির লোকসানে হিন্ডেনবার্গ রিসার্চ কী সুবিধা পাবে ? শর্ট সেলিং কী ? চলুন বিষয়টি ভালো করে বুঝে নেওয়া যাক...

শর্ট সেলিং কী?

শর্ট সেলিং স্টক মার্কেটে একটি ট্রেডিং কৌশল। সাধারনত, শেয়ার কারবারী ও বিনিয়োগকারীরা একটি কোম্পানির শেয়ার অপেক্ষাকৃত সস্তায় কিনে সেটির দাম বৃদ্ধির আশায় থাকেন এবং শেয়ারের দাম বাড়লেই সেটিকে বিক্রি করে মুনাফা অর্জন করেন । শেয়ার ট্রেডিংয়ের দুনিয়ায় একে 'লগ পজিশন' বলে। কিন্তু, এর ঠিক উল্টো পদ্ধতি হল শর্ট সেলিং।

শর্ট সেলিংয়ে, যখন কোনও শেয়ারের দাম কমার সম্ভাবনা তৈরি হয়, তখন সেটি কেনা হয়। শেয়ারের দাম কমে গেলে অনেক নতুন ক্রেতা সেটি কেনার জন্য ঝাঁপিয়ে পড়েন ওই শেয়ার সস্তায় কেনার সুযোগ পান। এ ক্ষেত্রে, শর্ট সেলার যাঁরা বা শর্ট সেলিং সংস্থাগুলি (যেমন, হিন্ডেনবার্গ রিসার্চ) একটি নির্দিষ্ট কোম্পানির স্টকে বাজি ধরে, যার শেয়ারদর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পড়বে বলে অনুমান করা হয়।

শর্ট সেলার যাঁরা বা শর্ট সেলিং সংস্থাগুলি ওই নির্দিষ্ট কোম্পানির শেয়ারের দাম কমলেই তা থেকে লাভবান হয়। অনুমান অনুযায়ী নির্দিষ্ট কোম্পানির শেয়ারের দর পড়লেই সেটিকে কম দামে ফেরত দিয়ে লেনদেন বন্ধ করে দেয় ।

শর্ট সেলিং-এ মুনাফা কীভাবে হয়?

শেয়ারের দাম বেশি থাকতেই শর্ট সেলার যাঁরা বা শর্ট সেলিং সংস্থাগুলি সেটি ধারে কিনে নেয়। যেমন, কোনও 500 টাকার শেয়ার দু'মাসের জন্য বাকিতে কিনে দু'মাস পর ওই স্টকের দাম যা থাকবে, শর্ট সেলার বা শর্ট সেলিং সংস্থাকে তখন ওই দাম মিটিয়ে দিতে হবে । তারপর সেটিকে অন্য ক্রেতার কাছে নগদে বিক্রি করে দেওয়া হবে। কারণ, তখন হয়তো ভবিষ্যতে সেটির দাম কমার সম্ভাবনা রয়েছে। এবার ওই দুই মাসের মধ্য শেয়ারটির দাম হয়তো অনুমান অনুযায়ী 200 টাকা কমে গেল ৷ তখন শর্ট সেলার বা শর্ট সেলিং সংস্থাকে মাঝখান থেকে মিডিলম্যান বা থার্ড পার্টি হিসাবে প্রতি শেয়ারে 200 টাকা কম দামে অর্থাৎ 300 টাকা করে দিতে হবে । অর্থাৎ, এ ক্ষেত্রে শর্ট সেলার বা শর্ট সেলিং সংস্থার মুনাফা হবে শেয়ার প্রতি 200 টাকা ৷ একই পদ্ধতিতে শেয়ারবাজার থেকে লক্ষ লক্ষ ডলার মুনাফা কামাচ্ছে হিন্ডেনবার্গ রিসার্চ । তাই, আদানি গ্রুপের শেয়ার দর পড়ে যাওয়ায় এই সংস্থার শেয়ারের শর্ট সেলিং-এর মাধ্যমে প্রচুর মুনাফা অর্জনের সুযোগ তৈরি হয়েছে হিন্ডেনবার্গের কাছে ।

ABOUT THE AUTHOR

...view details