পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

হিন্ডেনবার্গের রিপোর্টের ধাক্কায় 17% পড়ল আদানি গ্রুপের স্টকের দর, প্রভাব শেয়ারবাজারেও - Stock Market Update - STOCK MARKET UPDATE

Hindenburg Research Report: হিন্ডেনবার্গ রিসার্চ শনিবার দাবি করেছে, 'আদানি মানি সিফনিং স্ক্যান্ডাল'-এ জড়িত সংস্থাগুলিতে অংশীদারিত্ব ছিল SEBI-এর চেয়ারপার্সন মাধবী পুরি বুচের ৷ দালাল স্ট্রিটে হিন্ডেনবার্গ রিসার্চের তোলা অভিযোগগুলির প্রভাব পড়েছে ৷

Adani Group stocks plunge up to 17%
হিন্ডেনবার্গের রিপোর্টের ধাক্কায় 17% পড়ল আদানি গ্রুপের স্টকের দর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 4:56 PM IST

কলকাতা, 12 অগস্ট: মার্কিন শর্ট-সেলিং সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের নতুন অভিযোগের পর সোমবারের শুরুর দিকে আদানি গ্রুপের শেয়ারদর 17 শতাংশ পর্যন্ত কমেছে। এর প্রভাব পড়েছে ভারতীয় শেয়ারবাজারেও ৷ হিন্ডেনবার্গ রিসার্চ শনিবার দাবি করেছে, হুইসেল ব্লোয়ার-এর প্রকাশিত নথি থেকে স্পষ্ট যে, 'আদানি মানি সিফনিং স্ক্যান্ডাল'-এ ব্যবহৃত তহবিলের নেপথ্যে থাকা সংস্থাগুলিতে অংশীদারিত্ব ছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-এর চেয়ারপার্সন মাধবী পুরি বুচের ৷

এই অভিযোগের জবাবে, আদানি গ্রুপ কোনও অন্যায় কাজে জড়িত থাকার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছে ৷ পাশাপাশি, হিন্ডেনবার্গ রিসার্চের দাবিগুলিকে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণদিত কারসাজি বলে উল্লেখ করেছে । রবিবার সকালে বিবৃতি দিয়ে হিন্ডেনবার্গ রিসার্চের করা এই অভিযোগগুলিকে ভিত্তিহীন, অসত্য বলে দাবি করেছেন সেবি প্রধান ও তাঁর স্বামী ধাওয়াল বুচ।

কিন্তু, আদানি গ্রুপ ও বুচ দম্পতির দাবি সত্ত্বেও সোমবার দালাল স্ট্রিটে হিন্ডেনবার্গ রিসার্চের তোলা অভিযোগগুলির প্রভাব পড়েছে ৷ এদিনের প্রথম ভাগের লেনদেনে আদানি গ্রুপের স্টকের দর প্রায় 17 শতাংশ কমেছে ৷ এর প্রভাবে শেয়ারবাজারের দুই সূচকেও পতন লক্ষ্য করা গিয়েছে ৷

সোমবারের লেনদেনে নিফটির সবচেয়ে বেশি লোকশানে চলা স্টকগুলির তালিকায় রয়েছে আদানি গ্রুপ স্টকস, আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এনার্জি, আদানি উইলমার এবং আদানি পোর্টস শেয়ারের মূল্য সোমবারের লেনদেনে কমেছে ৷ আদানি এন্টারপ্রাইজ এবং আদানি পোর্টস অ্যান্ড সেজ ।

বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) আদানি পাওয়ারের শেয়ারদর 10.94 শতাংশ হ্রাস পেয়েছে । আদানি এন্টারপ্রাইজের শেয়ারদর 5.27 শতাংশ কমেছে । আদানি এনার্জি সলিউশনের শেয়ারদর সোমবারের প্রাথমিক লেনদেনে সবচেয়ে বড় পতনের সম্মুখীন হয়েছে ৷ এদিনের লেনদেনের শেষে আংশিকভাবে দর পুনরুদ্ধার করার আগে পর্যন্ত আদানি এনার্জির শেয়ারদর 17.06 শতাংশ কমে 915.70 টাকায় নেমে এসেছে। আদানি গ্রিন এনার্জির শেয়ারদর 6.96 শতাংশ কমে 1,656.05 টাকা হয়েছে।

আদানি টোটাল গ্যাসের শেয়ারদর 13.39% কমে 753 টাকায় নেমেছে কিন্তু পরে 4.55% কমে 829.85 টাকায় পুনরুদ্ধার করেছে। অন্যান্য আদানি স্টকগুলিও কমেছে, আদানি উইলমার 6.49 শতাংশ কমে 360 টাকায় নেমে এসেছে ৷ আদানি পোর্টস 4.95 শতাংশ কমে 1,457.35 টাকায় নেমে এসেছে। এর পাশাপাশি, সোমবারের লেনদেনে এসিসি, অম্ভুজা সিমেন্টস এবং এনডিটিভির শেয়ারদর 2-3 শতাংশ কমেছে ।

ABOUT THE AUTHOR

...view details