কলকাতা, 12 অগস্ট: মার্কিন শর্ট-সেলিং সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের নতুন অভিযোগের পর সোমবারের শুরুর দিকে আদানি গ্রুপের শেয়ারদর 17 শতাংশ পর্যন্ত কমেছে। এর প্রভাব পড়েছে ভারতীয় শেয়ারবাজারেও ৷ হিন্ডেনবার্গ রিসার্চ শনিবার দাবি করেছে, হুইসেল ব্লোয়ার-এর প্রকাশিত নথি থেকে স্পষ্ট যে, 'আদানি মানি সিফনিং স্ক্যান্ডাল'-এ ব্যবহৃত তহবিলের নেপথ্যে থাকা সংস্থাগুলিতে অংশীদারিত্ব ছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-এর চেয়ারপার্সন মাধবী পুরি বুচের ৷
এই অভিযোগের জবাবে, আদানি গ্রুপ কোনও অন্যায় কাজে জড়িত থাকার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছে ৷ পাশাপাশি, হিন্ডেনবার্গ রিসার্চের দাবিগুলিকে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণদিত কারসাজি বলে উল্লেখ করেছে । রবিবার সকালে বিবৃতি দিয়ে হিন্ডেনবার্গ রিসার্চের করা এই অভিযোগগুলিকে ভিত্তিহীন, অসত্য বলে দাবি করেছেন সেবি প্রধান ও তাঁর স্বামী ধাওয়াল বুচ।
কিন্তু, আদানি গ্রুপ ও বুচ দম্পতির দাবি সত্ত্বেও সোমবার দালাল স্ট্রিটে হিন্ডেনবার্গ রিসার্চের তোলা অভিযোগগুলির প্রভাব পড়েছে ৷ এদিনের প্রথম ভাগের লেনদেনে আদানি গ্রুপের স্টকের দর প্রায় 17 শতাংশ কমেছে ৷ এর প্রভাবে শেয়ারবাজারের দুই সূচকেও পতন লক্ষ্য করা গিয়েছে ৷