পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

1, 3 নাকি 5 বছরের ফিক্সড ডিপোজিটে বেশি রিটার্ন ? জানুন বিনিয়োগের আগেই - High Return Investment Plan - HIGH RETURN INVESTMENT PLAN

High Return Investment Tips: ঠিক কোথায়, কত বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে টাকা জমালে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়, এই নিয়ে অনেকেরই স্পষ্ট কোনও ধারণা নেই ৷ দ্রুত সঞ্চয় বৃদ্ধির জন্য কত বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিট করবেন, কত বছরের মেয়াদী আমানতে সুদের হার সবচেয়ে বেশি, চলুন জেনে নেওয়া যাক...

High Return Investment
কোন ধরনের ফিক্সড ডিপোজিটে বেশি রিটার্ন ? (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2024, 5:15 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: আপনি যদি এক লাখ টাকা ফিক্সড ডিপোজিট করতে চান, তাহলে আপনি এই টাকা যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে জমা রাখতে পারেন। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনি 7 দিন থেকে 10 বছর মেয়াদের বিকল্প পাবেন। কিন্তু, ঠিক কোথায়, কত বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে টাকা জমালে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়, এই নিয়ে অনেকেরই স্পষ্ট কোনও ধারণা নেই ৷ যে কোনও ধরনের ফিক্সড ডিপোজিট দীর্ঘমেয়াদী বা স্বল্প মেয়াদে বেশি লাভের ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত, চলুন এই প্রতিবেদনে সে বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

কী করা উচিত?

স্বল্পমেয়াদী ফিক্সড ডিপোজিটের সমস্যা হল, ব্যাঙ্কগুলি এতে খুব ভাল সুদ দেয় না। যেখানে আপনি যদি 5 থেকে 10 বছরের দীর্ঘমেয়াদী ফিক্সড ডিপোজিটে টাকা বিনিয়োগ করেন, তবে আপনার মনে প্রশ্ন থেকেই যায় যে, যদি এর মধ্যে ফিক্সড ডিপোজিটের সুদের হার বেড়ে গেলে আপনি সেই বাড়তি সুদের সুবিধা পাবেন কিনা । এইরকম পরিস্থিতিতে, আপনি মধ্য-মেয়াদী ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করুন যার মেয়াদ 2-3 বছর। কারণ, এ ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি সুদ পাওয়া যায় ৷

অনেক ব্যাঙ্কে মিড-টার্ম ফিক্সড ডিপোজিটে খুব ভাল সুদ দেয় । এই মেয়াদ খুব কম বা খুব দীর্ঘ নয় । অতএব, আপনার অর্থ দীর্ঘ সময়ের জন্য আটকে থাকবে না এবং আপনি অপেক্ষাকৃত বেশি সুদ পাবেন । অন্যদিকে, আপনার যদি আরও বেশি অর্থ থাকে এবং আপনি তা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চান, তাহলে আপনি স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী (5 বছর পর্যন্ত) মতো বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে অর্থ বিনিয়োগ করতে পারেন। আপনি যদি শুধুমাত্র দীর্ঘমেয়াদী ফিক্সড ডিপোজিটে অর্থ বিনিয়োগ করতে চান, তাহলে শুধুমাত্র তখনই বিনিয়োগ করুন, যখন আপনি খুব ভালোভাবে জানেন যে বর্তমানে সুদের হার তার সর্বোচ্চ স্তরে রয়েছে।

ফিক্সড ডিপোজিটের কী কী সুবিধা?

  • আপনার বিনিয়োগ নিরাপদ বলে বিবেচিত হয় এবং আপনি নিশ্চিত রিটার্ন পান।
  • আপনি সমস্ত ফিক্সড ডিপোজিটে ঋণ বা ওভারড্রাফ্ট সুবিধা পান। এমন পরিস্থিতিতে, যদি আপনার মাঝে টাকার প্রয়োজন হয় তবে আপনাকে ফিক্সড ডিপোজিট ভাঙতে হবে না।
  • ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) থেকে বিমা কভার পাওয়া যায়। আপনি ব্যাঙ্কের খাতায় খেলাপি বা আর্থিক ভাবে দেউলিয়া হয়ে গেলে, এই বিমা কভারের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত পাবেন। তার মানে ব্যাঙ্কে আপনার 5 লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট সুরক্ষিত থাকে ।
  • আপনি যদি 5 বছর বা তার বেশি সময়ের জন্য ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন, তাহলে আপনি আয়কর আইন-1961-এর 80C ধারা অধীনে কর ছাড় পেতে পারেন। একে ট্যাক্স ফ্রি ফিক্সড ডিপোজিট বলা হয়।
  • এই সরকারি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে 7.9% পর্যন্ত সুদ ! দ্রুত বাড়বে সঞ্চয়

ABOUT THE AUTHOR

...view details