মুম্বই, 12 ডিসেম্বর:শেয়ারবাজারে অস্থিরতা চলছেই । মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারে 25 বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। এর জেরে বিশ্ব শেয়ারবাজারে দরপতন হতে দেখা যাচ্ছে । ভারতীয় শেয়ারগুলিতেও, আইটি স্টক কেনার কারণে স্টক মার্কেটের সেনসেক্স এবং নিফটি সূচক বৃহস্পতিবার প্রাথমিক লেনদেনে বেড়ে যায়। যদিও, পরে বেলা বাড়তেই প্রায় 200 পয়েন্ট কমে সেনসেক্স ৷ নিফটিও 60 পয়েন্টের বেশি পড়েছে ৷ তবে এই পরিস্থিতিতেও একটি পেনি স্টকের দর এখনও ঊর্ধ্বমুখী ৷
এক বছরে 600 শতাংশেরও বেশি রিটার্ন:
এই পেনি স্টক যার দর এক বছর আগে মাত্র 2 টাকা ছিল, সেটি 12 মাসে তার বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে! এই এক বছরে বিনিয়োগকারীদের টাকা 600 শতাংশেরও বেশি বেড়েছে । বিনিয়োগকারীরা, যারা 12 মাস আগে সিএনআই রিসার্চ শেয়ারে টাকা রেখেছিলেন, তাঁরা আজ মালামাল হয়ে গিয়েছেন । চার বছর আগে এই শেয়ারের দাম ছিল মাত্র 1 টাকা 80 পয়সা, যা আজ (12 ডিসেম্বর, বৃহস্পতিবার) 17 টাকা 75 পয়সায় লেনদেন করছে ।