কলকাতা, 2 অগস্ট: বাঙালি নাকি ব্যবসা-বিমুখ! চাকরিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে ৷ এই তকমার ছোঁয়া গায়ে লাগতে দেয়নি এমন বাঙালি পরিবারও আছে অনেক ৷ ঠিক সেভাবেই এক শতাব্দী ধরে গৃহস্থের প্রয়োজন মিটিয়ে নজর কেড়েছে হালদার গ্রুপ ৷ 1924 সাল থেকে চাল এবং তেলের ব্যবসা কর আসছে সংস্থা ৷ দেশের পাশাপাশি বিদেশেও চাল রফতানি করে সংস্থা ৷ এই একশো বছর ধরে দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সংস্থা এবার রিটেলের দুনিয়ায় পা রাখতে চলেছে ৷
শতবর্ষের আলোকে হালদার গ্রুপ, রিটেল ব্যবসায় পা - HALDER GROUP CENTENARY
Halder Group Celebrates Centenary: দেশের সীমা পেরিয়ে রাশিয়া থেকে শুরু করে বাংলাদেশেও ব্যবসা করে সংস্থা ৷ এবার রিটেল ব্যবসায় পা রাখছে হালদার গ্রুপ ৷
Published : Aug 2, 2024, 6:23 PM IST
|Updated : Aug 2, 2024, 6:31 PM IST
মাত্র একটি কারখানাকে পাথেয় করে শুরু হয় ব্যবসা ৷ এরপর ধীরে ধীরে বাড়তে থাকে কাজের পরিধি ৷ ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে পরিচিতিও ৷ দেশের পাশাপাশি বিদেশেও কাজ শুরু হয় ৷ রাশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ ঘানা, বেনিন, ক্যামেরুন, এবং টোগোর মতো দেশেও ব্যবসা করে হালদার গ্রুপ ৷ সংস্থার দাবি, সেই প্রথম দিন থেকে এ পর্যন্ত তারা মানবিকতাকে সঙ্গী করে স্বাস্থ্যকর সামগ্রী বিক্রি করে এসেছে ৷ লক্ষ্য একটাই সুস্বাস্থ্যকর সমাজ নির্মাণ ৷ আন্তর্জাতিক মান বজায় রেখে এবং সামাজিক দায়বদ্ধতা ও মূল্যের উপর জোর দিয়ে, হালদার গ্রুপ পূর্ব ভারত থেকে মতি, ভোজ এবং ডিভা ব্র্যান্ডের সঙ্গে পারবয়েল্ড চালের অন্যতম প্রথম সারির রপ্তানিকারী হয়ে উঠে এসেছে। ওডানা এবং ওমানা ব্র্যান্ডের প্রিমিয়াম ভোজ্য তেলের বাজার সমগ্র পূর্ব ভারতে প্রসারিত।
গুণমান ধরে রাখতে সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ বলে সাংবাদিকদের জানান সংস্থার এমডি এবং সিইও কেশব কুমার হালদার। তাঁর কথায়, "আমাদের সকলের জন্য এই বছরটা দারুণ ৷ এবার আমরা একশো বছরে পা দিলাম ৷ পাশাপাশি আগামী একশো বছরের রূপরেখাও তৈরি করে রেখেছি আমরা ৷ আমাদের এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ৷ তাঁদের ভালোবাসা আর অনুপ্রেরণাকে পাথেয় করেই আমরা এই সাফল্য পেয়েছি এবং মানুষের কথা ভেবেই সবসময় সেরাটা তৈরি করি আমরা ৷ গুণমান এক রাখতে আমরা দায়বদ্ধ ৷ শৃঙ্খলা বজায় রেখে এভাবেই সেরাটা পৌঁছে দেব ৷ ”