পশ্চিমবঙ্গ

west bengal

দু'মাসে দেশজুড়ে 35 লাখ বিয়ে ! প্রায় সাড়ে 4 লক্ষ কোটি টাকা খরচ করবে বর-কনের পরিবার - Indian Wedding Season

By ETV Bharat Bangla Team

Published : 9 hours ago

Great Indian Wedding Season: অক্টোবরে দুর্গাপুজোর পর থেকে শুরু করে একাধিক পুজো-পার্বণে কাটবে পরবর্তী প্রায় আড়াই-তিন মাস ৷ এ ছাড়াও নভেম্বরে দেশে বিয়ের মরসুম শুরু হচ্ছে ৷ এই মরসুমে দেশজুড়ে প্রায় 35 লাখ বিয়ে হওয়ার কথা আছে ৷ এর জন্য খরচ হবে প্রায় সাড়ে 4 লক্ষ কোটি টাকা !

Indian Wedding Season
পুজোর পরই দেশজুড়ে 35 লাখ বিয়ে (ইটিভি ভারত)

কলকাতা, 20 সেপ্টেম্বর: সেপ্টেম্বর পড়তেই গণেশ পুজোর হাত ধরে উৎসবের রেশ লেগেছে দেশজুড়ে ৷ অক্টোবরে দুর্গাপুজো থেকে শুরু করে একাধিক পুজো-পার্বণে কাটবে পরবর্তী প্রায় আড়াই-তিন মাস ৷ পুজো-পার্বণ ছাড়াও নভেম্বর থেকে দেশজুড়ে বিয়ের মরসুম শুরু হচ্ছে ৷ আর এই বিয়ের মরসুমেও লক্ষ লক্ষ টাকার বরাত-ব্যবসায় লক্ষ্মী লাভের আশায় থাকেন অনেকেই ৷ সদ্য প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, নভেম্বর-ডিসেম্বর মাসে দেশজুড়ে প্রায় 35 লাখ বিয়ে হওয়ার কথা আছে আর এর জন্য প্রায় সাড়ে 4 লক্ষ কোটি টাকা খরচ করবেন বর ও কনের পরিবার ৷

ভারতে প্রতি বছর প্রায় এক কোটি বিয়ে হয়। রিপোর্ট অনুযায়ী, এই বিয়ে ও তার আনুসাঙ্গিক প্রয়োজন মেটাতে একাধিক ছোট-বড় ব্যবসা সক্রিয় রয়েছে ৷ বিয়ে-নির্ভর এই ব্যবসায়ীক ক্ষেত্রটি ভারতের চতুর্থ বৃহত্তম বাজার । বাজার বিশেষজ্ঞদের অনুমান, এই বছর বিয়েতে 10 লক্ষ 85 হাজার কোটি টাকা ব্যয় হবে এবং কোটি কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের রিপোর্ট:

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)-এর প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী, 2024 সালে 15 জানুয়ারি থেকে 15 জুলাই পর্যন্ত দেশে 42 লক্ষেরও বেশি বিয়ে হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে প্রায় 5.5 লাখ কোটি টাকা।

প্রভুদাস লীলাধরের সর্বশেষ সমীক্ষা:

প্রভুদাস লীলাধরের সর্বশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেন্দ্র সরকার 2024-25 সালের সাধারণ বাজেটে সোনার আমদানি শুল্ক 15 শতাংশ থেকে কমিয়ে 6 শতাংশ করায় জাতীয় পর্যায়ে সোনার চাহিদা বেড়েছে । আগামী বিয়ের মরসুমে তা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে ।

আসলে, বিয়ের মরসুমে প্রতি বছরই সোনার বাজার, খুচরো নানা সামগ্রী, আতিথেয়তা, অন্যান্য গয়না এবং অটোমোবাইল খাতে চাহিদা ও বিক্রি বেড়ে যায় । চাহিদা বৃদ্ধির কারণে কোম্পানিগুলির লাভের পরিমাণও বাড়ে। সব মিলিয়ে এর ইতিবাচক প্রভাব দেশের সমগ্র অর্থনৈতিক বৃদ্ধিতেও দেখা যাবে।

ABOUT THE AUTHOR

...view details