নয়াদিল্লি, 29 এপ্রিল:জানুয়ারির পর এপ্রিল ৷ ফের ভারতীয় ইক্যুইটি বাজারে নেট বিক্রেতাতে পরিণত হল বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা ৷ এই মাসে 6 হাজার 304 কোটি টাকা স্টক বিক্রি করেছে এফপিআই ৷ এর ফলে ভারতীয় শেয়ার বাজারে কমল বিদেশি পুঁজি ৷ এফপিআই স্টক বিক্রিতে বিদেশি বিনিয়োগ হাতছাড়া হওয়ার ফলে নেতিবাচক প্রভাব পড়তে চলেছে ভারতীয় বাজারে ৷ তবে এর ইতিবাচক দিকও রয়েছে ৷ যেটি হল, বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীর বিক্রি করা স্টকগুলির বেশিরভাগই কিনেছে ভারতীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী (DIIs), উচ্চ পুঁজির বিনিয়োগকারীরা (HNIs) এবং খুচরা বিনিয়োগকারীরা ৷
যে কারণে, ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণের একটা সুযোগ রইল ভারতের বিনিয়োগকারীদের হাতে ৷ সেখান থেকে মনে করা হচ্ছে, শেয়ার বিক্রির ফলে আপাতত ভারতীয় শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগের পরিমাণ অনেকটা কমলেও ভবিষ্যতে বাজারের হাল ফেরার আশা ও সম্বাবনাও রয়েছে ৷ আর এই লাভ আসবে যখন বাজারে এফপিআইয়ের বিক্রি করা শেয়ারগুলি ভালো ফল দেবে ৷
ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের (এনএসডিএল) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি ও মার্চ মাসে নেট ক্রেতা ছিল বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা ৷ মার্চ মাসে 35 হাজার 98 কোটি এবং ফেব্রুয়ারিতে 1 হাজার 539 কোটি টাকার স্টক কিনেছিল তারা ৷ এর ফলে ভারতীয় বাজারে বিদেশি বিনিয়োগ বেড়েছিল ৷ এরপর টানা দু'মাস পর চলতি বছরের এপ্রিলে তারা 6 হাজার 304 কোটি টাকার স্টক বিক্রি করেছে ।
এর মাধ্যমে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা চারমাসের মধ্যে দ্বিতীয়বার নেট বিক্রেতাতে পরিণত হল ৷ তার পিছনের প্রধান কারণগুলি হল সম্ভবত, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ভূ-রাজনৈতিক সংকট ৷ পাশাপাশি মরিশাসের সঙ্গে ভারতের কর চুক্তিতে পরিবর্তনের বিষয়ে উদ্বেগ এবং মার্কিন বন্ডের ফলনের ধারাবাহিক বৃদ্ধি ৷ যার ফলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিও থেকে অর্থ সরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা (এফপিআই) ইদানীং ভারতীয় স্টকগুলিতে নেট বিক্রেতা হয়ে উঠেছে ৷