হায়দরাবাদ, 10 ফেব্রুারি: মাসের মাঝামাঝি মানেই পকেট অর্ধেক ফাঁকা ৷ তা বলে 'ভ্যালেন্টাইনস ডে'-টা তো আর যেন তেন ভাবে কাটানো যায় না ৷ এক সময় প্রচলিত ছিল, "লাগে টাকা দেবে গৌরী সেন" ৷ এখন গৌরী সেন বললে মনে পড়ে পকেটে থাকা ক্রেডিট কার্ড থুড়ি ডিজিটাল গৌরী সেনের কথা ৷ বিশেষত 'জিজিটাল ভারতে' মাসের শেষ অথবা শুরু বলে কিছু হয় না ৷ কিন্তু জানেন কি 'ভ্যালেন্টাইন ডে' উপলক্ষ্যে একাধিক কোম্পানি তাদের ক্রেডিট কার্ড ব্যবহারে একাধিক অফার দিচ্ছে ৷
সেইরকমই এক সংস্থা বাজাজ মার্কেটস, যেটি বাজাজ ফিনসার্ভের এক সহযোগী সংস্থা ৷ ভালোবাসার মরশুমে প্রিয়জনকে আরও বেশি করে ভালোবাসতে যাতে আয়োজনের খামতি না থাকে তার জন্য ক্রেডিট কার্ডের উপর একাধিক অফর দিচ্ছে এই সংস্থাটি ৷ এখন শুধুই দেখে নেওয়ার পালা কোনও কার্ডে কী অফার রয়েছে ? এই সমস্ত ক্রেডিট কার্ডগুলি ব্যবহার করলে পকেটে চাপ পড়বে না। আবার ভালোবাসার মানুষের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে-র আনন্দে মেতে উঠতে কোনও খামতি থাকবে না ৷ প্রায় 30টিরও বেশি ক্রেডিট কার্ডে বিশেষ অফার আছে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে ৷ যার মধ্যে অন্যতম হল,
অ্যাক্সিস ব্যাংক মাই জোন ক্রেডিট কার্ড (Axis Bank MY ZONE Credit Card)- এই ক্রেডিট কার্ডের বিশেষ আকর্ষণ হল এটার জন্য আপনাকে কোনও রক্ষণাবেক্ষণের কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না ৷ শুধু মাত্র জয়েনিং ফি বাবদ 500 টাকা দিলেই হবে ৷ সুইগি থেকে খাবার অর্ডার করলেও মিলবে ছাড় ৷ আর বাইরে না গিয়ে প্রিয়জনের সঙ্গে বাড়িতেই সারতে পারেন ক্যান্ডেল লাইট ডিনার ৷ কোনও রক্ষণাবেক্ষণের খরচ না থাকায় এই কার্ডটি ব্যবহার করতে পারেন ৷
ইন্ডাসইন্ড ব্যাংক প্ল্যাটিনাম আউরা ইডিজিই ক্রেডিট কার্ড (IndusInd Bank Platinum Aura EDGE Credit Card)