মুম্বই, 19 ডিসেম্বর: বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তীব্র পতনের পর বৃহস্পতিবার ভারতীয় শেয়ারবাজারও ধস নেমেছে। প্রকৃতপক্ষে, গত রাতে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়ার পরে, আমেরিকার শেয়ারবাজারে তীব্র পতন হয়েছে। গত রাতে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার 0.25 শতাংশ কমানোর কথা ঘোষণা করেছে, যা এই নিয়ে টানা তৃতীয়বার। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে, ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় শেয়ারবাজারও।
সেনসেক্স এবং নিফটিতে বিশাল পতন:
বৃহস্পতিবার সেনসেক্স এবং নিফটিতে বিশাল পতন দেখা গিয়েছে। সেনসেক্স 900 পয়েন্টেরও বেশি কমেছে, নিফটিও 321 পয়েন্ট কমেছে। প্রত্যাশিত ভাবেই মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার 0.25 শতাংশ কমিয়েছে, যার প্রভাবে ধস নেমেছে বিশ্বের একাধিক শেয়ারবাজারে। এর ফলে সেনসেক্স 79000 স্তরের কাছাকাছি এবং নিফটিও 23900 স্তরের নিচে নেমে গিয়েছে এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) শেয়ারদরে পতন অব্যাহত রয়েছে। এফএমসিজি বাদে, সমস্ত সূচকে 2 শতাংশ পর্যন্ত পতন অব্যাহত রয়েছে।
বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কতটা কমেছে?