পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

মার্কিন ফেডের সিদ্ধান্তে ধস ভারতীয় শেয়ারবাজারে, ক্ষতি 6 লক্ষ কোটি টাকার - STOCK MARKET CRASH

মার্কিন ফেডারেল রিজার্ভের 2025 সালের সিদ্ধান্তের আগাম ইঙ্গিতে ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম তলানিতে এসে ঠেকেছে ৷ ধস নেমেছে শেয়ারবাজারে।

Stock Market Crash
মার্কিন ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে ধস ভারতীয় শেয়ারবাজারে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2024, 12:42 PM IST

মুম্বই, 19 ডিসেম্বর: বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তীব্র পতনের পর বৃহস্পতিবার ভারতীয় শেয়ারবাজারও ধস নেমেছে। প্রকৃতপক্ষে, গত রাতে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়ার পরে, আমেরিকার শেয়ারবাজারে তীব্র পতন হয়েছে। গত রাতে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার 0.25 শতাংশ কমানোর কথা ঘোষণা করেছে, যা এই নিয়ে টানা তৃতীয়বার। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে, ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় শেয়ারবাজারও।

সেনসেক্স এবং নিফটিতে বিশাল পতন:

বৃহস্পতিবার সেনসেক্স এবং নিফটিতে বিশাল পতন দেখা গিয়েছে। সেনসেক্স 900 পয়েন্টেরও বেশি কমেছে, নিফটিও 321 পয়েন্ট কমেছে। প্রত্যাশিত ভাবেই মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার 0.25 শতাংশ কমিয়েছে, যার প্রভাবে ধস নেমেছে বিশ্বের একাধিক শেয়ারবাজারে। এর ফলে সেনসেক্স 79000 স্তরের কাছাকাছি এবং নিফটিও 23900 স্তরের নিচে নেমে গিয়েছে এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) শেয়ারদরে পতন অব্যাহত রয়েছে। এফএমসিজি বাদে, সমস্ত সূচকে 2 শতাংশ পর্যন্ত পতন অব্যাহত রয়েছে।

বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কতটা কমেছে?

বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন 5.93 লক্ষ কোটি টাকা কমেছে ৷ অর্থাৎ, বিনিয়োগকারীদের 5.93 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে ৷ বর্তমানে, সেনসেক্স 1001 পয়েন্টের পতনের সঙ্গে 79,172-এর স্তরে লেনদেন করছে এবং নিফটি 291 পয়েন্টের স্লিপ নিয়ে 23,907-এর স্তরে লেনদেন করছে। এ দিনের লেনদেনে সেনসেক্স 1162 পয়েন্ট এবং নিফটি 328 পয়েন্ট কমেছে।

ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় ভারতীয় টাকার দাম তলানিতে:

ভারতীয় টাকা প্রথমবার প্রতি ডলারে 85 টাকার নিচে নেমে গিয়েছে। মুদ্রা বাজারে (কারেন্সি এক্সচেঞ্জ), টাকার দর 12 পয়সা কমেছে এবং এক ডলারের তুলনায় 85.06 টাকায় চলে গিয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ 2025 সালের জন্য মুদ্রাস্ফীতির হারের পূর্বাভাস দিয়ে সুদের হার কমাতেই মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দর তলানিতে নেমেছে।

কারেন্সি এক্সচেঞ্জে এক ডলারের তুলনায় 85.04 টাকার স্তরে খোলার পর তা 85.07 টাকায় নেমে গিয়েছে। গত সেশনে, প্রতি ডলারে 84.96 টাকার স্তরে বন্ধ হয়েছিল। এই প্রথম এক ডলারের তুলনায় টাকা 85-এর নিচে নেমেছে।

আরও পড়ুন
পাইকারি মূল্যস্ফীতির হার 3 মাসের সর্বনিম্ন, সুদ কি কমাবে আরবিআই ?
নভেম্বরে 90% বাড়ল ভারতের স্মার্টফোন রফতানি; শীর্ষে কোন ব্র্যান্ডের ফোন ?

ABOUT THE AUTHOR

...view details