পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

ভারতপে ওয়ান: ভারতে প্রথম এক ডিভাইসে সব ধরনের পেমেন্ট ব্যবস্থা চালু হল - BharatPe One

BharatPe One: ফিনটেক কোম্পানি ভারতপে মঙ্গলবার ভারতের প্রথম অল-ইন-ওয়ান পেমেন্ট প্রোডাক্ট চালু করেছে যা পিওএস (পয়েন্ট অফ সেল), কিউআর এবং স্পিকারকে একটি একক ডিভাইসে অন্তর্ভুক্ত করেছে । এতে পেমেন্ট আরও সহজ হবে ৷

BharatPe One
BharatPe One

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 5:18 PM IST

হায়দরাবাদ, 23 এপ্রিল: ফিনটেক শিল্পে ভারতের উল্লেখযোগ্য় নাম ভারতপে মঙ্গলবার ভারতপে ওয়ান লঞ্চ করছে ৷ এটা হতে চলেছে ভারতের প্রথম অল-ইন-ওয়ান পেমেন্ট প্রোডাক্ট ৷ এই ডিভাইসে পিওএস, কিউআর কোড ও স্পিকার একসঙ্গে থাকবে ৷

এই উদ্ভাবনী প্রোডাক্টটি ব্যবসায়ীদের জন্য লেনদেন আরও সহজ করতে ডিজাইন করা হয়েছে ৷ এর ফলে ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টের পরিসর আরও বাড়বে ৷ এখানে ডায়ানমিক ও স্ট্যাটিক কিউআর কোড, ট্যাপ-অ্যান্ড-পে এবং প্রথাগত কার্ড পেমেন্ট করার ব্যবস্থাও থাকবে ৷ ওই সংস্থা প্রথম পর্যায়ে 100-র বেশি শহরে এই প্রোডাক্টটি চালু করার পরিকল্পনা করেছে । পরবর্তী ছয় মাসের মধ্যে ভারতপে ওয়ানকে আরও সাড়ে চারশো শহরে ছড়িয়ে দিতে চায় ওই সংস্থা ৷

ভারতপে-এর সিইও নলিন নেগি একটি বিবৃতিতে বলেছেন, "একটি সাশ্রয়ী ডিভাইসে একাধিক কার্যকারিতা একত্রিত করে, আমরা বিভিন্ন সেক্টর জুড়ে ছোট এবং মাঝারি ব্যবসার বিভিন্ন প্রয়োজনের জন্য তৈরি একটি ব্যাপক সমাধান প্রদান করছি ৷" সংস্থার দাবি, এই ডিভাইস ব্যবহার করে পেমেন্ট করা বা নেওয়া আরও সহজ হবে ক্রেতা ও বিক্রেতার জন্য ৷

এই ডিভাইস একটি হাই-ডেফিনিশন টাচস্ক্রিন ডিসপ্লে, 4জি ও ওয়াইফাই কানেক্টিভিটি দিয়ে সজ্জিত এবং সর্বশেষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হবে । এটি উন্নত কর্মক্ষমতা ও সুরক্ষা প্রদান করবে বলে জানানো হয়েছে ভারতপে-র তরফে ৷

ভারতপে-র পিওএস সলিউশনের চিফ বিজনেস অফিসার রিজিশ রাঘবন বলেন, "আমরা পাইলট পর্যায়ে আমাদের ব্যবসায়ীদের কাছ থেকে একটি অভূতপূর্ব প্রতিক্রিয়া পেয়েছি ও আমরা মনে করি যে এটি ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের জন্য আরেকটি গেম চেঞ্জার হবে, যা ফিনটেক শিল্পে একটি ট্রেলব্লেজার হিসাবে আমাদের অবস্থানকে আরও সুসংহত করবে ৷"

আরও পড়ুন:

  1. ফ্রান্সের পর শ্রীলঙ্কা ও মরিশাসেও চালু হতে চলেছে ইউপিআই পরিষেবা
  2. পেটিএম পেমেন্টস ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ম মেনে চলার গুরুত্ব বাড়িয়েছে, বললেন চন্দ্রশেখর
  3. ভারতের বাইরে ইউপিআই পেমেন্টকে প্রসারিত করতে চুক্তি করল গুগল পে

ABOUT THE AUTHOR

...view details