পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

ভোট মিটতেই দাম বাড়ল দুধের, লিটারে 2 টাকা বৃদ্ধি আমূলের - Amul Hikes Milk Price - AMUL HIKES MILK PRICE

Amul Hikes Milk Price: দুধের দাম বাড়াল আমূল ৷ আজ সোমবার থেকেই নয়া দাম কার্যকর হবে দেশজুড়ে ৷ গত এক বছরে দাম বাড়ায়নি সংস্থা ৷

Amul Hikes Milk Price
বাড়ল দুধের দাম (সৌ: টুইটার)

By ANI

Published : Jun 3, 2024, 7:39 AM IST

Updated : Jun 3, 2024, 9:40 AM IST

নয়াদিল্লি, 3 জুন:দেশের লোকসভা ভোট মিটতেই লিটার প্রতি দু'টাকা দাম বাড়ল আমূল দুধের ৷ সোমবার থেকেই এই নয়া বর্ধিত দাম কার্যকর হবে বলেও সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ৷

গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন, আমূলের অধীনে দুধ ও দুগ্ধজাত পণ্যের বিপণনকারী সংস্থা প্যাকেট দুধের দাম প্রতি লিটারে প্রায় দু'টাকা বাড়িয়েছে বলে জানা গিয়েছে। 3 জুন অর্থাৎ আজ সোমবার থেকেই সারা দেশের সমস্ত বাজারে এই নয়া দাম কার্যকর হবে বলেও জানা গিয়েছে ৷

এক বিবৃতিতে, আমূল জানিয়েছে, প্রতি লিটার দুধের প্যাকেটে দুই টাকা বৃদ্ধির ফলে এমআরপি তিন থেকে চার শতাংশ বৃদ্ধি পায় যা গড় খাদ্য মূল্যস্ফীতির চেয়ে অনেক কম ৷ একই সঙ্গে তারা যোগ করেছে, ফেব্রুয়ারি 2023 সাল থেকে দেশের খুচরো বাজারে প্যাকেট দুধের দামের কোনও বৃদ্ধি করা হয়নি। সংস্থা আরও জানিয়েছে যে, দাম বৃদ্ধির কারণ অপারেশনের সামগ্রিক খরচ এবং দুধ উৎপাদনের বৃদ্ধি হবে।

সংস্থা তাদের বিবৃতিতে জানিয়েছে, "আমাদের সদস্য ইউনিয়নগুলিও গত বছরের তুলনায় কৃষকদের দামের ক্ষেত্রেও প্রায় ছয় থেকে আট শতাংশ বাড়িয়েছে।" আমূলের দাবি, তারা তাদের নীতি অনুযায়ী দুধ এবং দুগ্ধজাত পন্যের জন্য ভোক্তাদের থেকে পাওয়া প্রতি টাকার প্রায় 80 পয়সা দুগ্ধ উৎপাদকদের কাছে দিয়ে থাকে। দুধ উৎপাদকদের মূল্য সংশোধন আমাদের দুধ উৎপাদনকারীদের জন্য লাভজনক দুধের দাম বজায় রাখতে সাহায্য করবে ৷ দুধ উৎপাদনের জন্য তাদের উৎসাহিত করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বর্তমানে, আমূল তাজা দুধের এক লিটার পাউচের দাম 54 টাকা এবং আমূল গোল্ডের দাম 66 টাকা। আজ থেকে দাম বৃদ্ধির সঙ্গে নতুন দাম যথাক্রমে 56 টাকা এবং 68 টাকা হবে ৷ (এএনআই)

Last Updated : Jun 3, 2024, 9:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details