কলকাতা, 28 জুলাই: 2024 সালের বাজেটের পরে আয়কর বাঁচানোর একটি অভিনব উপায় ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ৷ কর্ণাটকের একজন বাসিন্দার শেয়ার করা একটি ভিডিয়োতে দেওয়া পরামর্শ অনুযায়ী, 100 শতাংশ আয়কর বাঁচানোর উপায় বাতলে দেওয়া হয়েছে সকলকে ৷ কী সেই উপায়? জেনে নিতে পারেন আপনিও...
কর্ণাটকের উডুপির একজন বিশ্লেষক এবং ভ্রমণ ব্লগার শ্রীনিধি হান্ডার কর বাঁচানোর বিচিত্র কৌশল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ইতিমধ্যেই তাঁর পরামর্শের ভিডিয়োটিতে ইনস্টাগ্রামে 2 লক্ষেরও বেশি ভিউ হয়েছে ৷ এই ভিডিয়োয় ভারতের বেতনভোগী ব্যক্তিদের ঘাসের চাষ করার পরামর্শ দিয়েছেন শ্রীনিধি ৷ আয়কর বাঁচানোর ক্ষেত্রে তাঁর ব্যঙ্গাত্মক উপদেশে সহজ তিনটি পদক্ষেপ অনুসরণ করার কথা বলা হয়েছে ৷
প্রথমত, বাড়িতে ঘাসের চাষ করুন ৷ দ্বিতীয়ত, আপনার এইচআরকে বলুন আপনি কোনও বেতন নিতে চান না ৷ এবং তৃতীয়ত, আপনার কোম্পানিকে বলুন, আপনার বেতনের সমপরিমাণে আপনার কাছ থেকে ঘাস কিনতে । এই তিনটি পদক্ষেপ অনুসরণ করলেই আপনি 100 শতাংশ আয়কর বাঁচাতে পারবেন বলে জানিয়েছেন ব্লগার শ্রীনিধি হান্ডা ৷
শ্রীনিধির ব্যাখ্যা অনুযায়ী 100% আয়কর বাঁচানোর হিসাবটা বুঝুন:
শ্রীনিধি জানিয়েছেন, ভারতে কৃষি পণ্য বিক্রি থেকে যে আয় হয় তা করযোগ্য নয় ৷ ফলে বেতনভোগী ব্যক্তিদের করযোগ্য বেতন কার্যকর ভাবে শূন্যতে নেমে আসবে ।
শ্রীনিধি বলেন, “এখন বেতন থেকে আপনার আয় শূন্য হয়ে যাবে এবং আপনার যা আয় আছে তা হল কৃষি পণ্য বিক্রি থেকে আয় যা ভারতে করযোগ্য নয় । এইভাবে, আপনি 100 শতাংশ আয়কর বাঁচাতে পারেন । টিডিএস বা বিনিয়োগ নিয়ে চিন্তা করার দরকার নেই ।”
শ্রীনিধির আয়কর বাঁচানোর এই ব্যঙ্গাত্মক পরামর্শ নিয়ে রীতিমতো চর্চা হচ্ছে নেট দুনিয়ায় ৷ সমালোচনা হচ্ছে এ বছরের কেন্দ্রীয় বাজেট নিয়েও ৷ বেতনভোগীদের উপর আয়করের প্রত্যক্ষ ও পরোক্ষ বোঝা নিয়ে সরব হয়েছেন অনেকেই ৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে, তাঁর বাজেটে মধ্যবিত্তের সুবিধার জন্য ট্যাক্স স্ল্যাবগুলিতে পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ বরাদ্দ 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করার সিদ্ধান্ত অন্যতম । এই পরিবর্তনগুলির লক্ষ্য হল বেতনভোগী ব্যক্তিদের আর্থিক ত্রাণ প্রদান করা এবং উচ্চ-আয়ের বেতনভোগীরাও তাদের 7 লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর ছাড়ের সুবিধা নিশ্চিত করা । কেন্দ্রীয় অর্থমন্ত্রী মধ্যবিত্তকে আরও সাহায্য করার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিযুক্ত শিক্ষা ঋণ এবং সাশ্রয়ী মূল্যের আবাসনেও ছাড়ের ঘোষণা করেছেন ।