শ্রীনগর, 24 জুন:শ্রীনগর বিশ্ব বিখ্যাত তার চোখ ধাঁধানো সৌন্দর্য্য এবং আবহাওয়ার জন্য ৷ সৌন্দর্য্যের সেই মুকুটে এবার উঠল নয়া পালক ৷ ওয়ার্ল্ড ক্রাফ্টস্ কাউন্সিলের তরফে 'ওয়ার্ল্ড ক্রাফ্ট সিটি' অর্থাৎ বিশ্ব কারুশিল্পের শহরের তকমা পেল শ্রীনগর ৷ শহরের ঐতিহ্যশালী সংস্কৃতি, শিল্প, কারুকার্য দেখে বিশেষ এই তকমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলের মুখপাত্র ৷ তিনি বলেন, "নতুন এই প্রাপ্তি শ্রীনগরের হস্তশিল্প এবং কারুশিল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে । পর্যটকদেরও আকর্ষণ করবে। আর শহরে পর্যটক শিল্পের উন্নতি হলে সামগ্রিকভাবে পরিকাঠামোগতও উন্নয়ন হবে।"
জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা জানান, এই স্বীকৃতি কারিগরদের কঠোর পরিশ্রম এবং ব্যতিক্রমী প্রতিভা এবং শ্রীনগরের সাংস্কৃতিক সমৃদ্ধির পরিচায়ক ৷ তিনি বলেন, "আমরা বরাবর আমাদের শিল্পীদের সমর্থন করে এসেছি ৷ আগামিদিনে তার অন্যথা হবে না ৷ এই পুরস্কার আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে ৷"