বেঙ্গালুরু, 28 ফেব্রুয়ারি: আরও সহজ যাত্রাপথ ৷ বেঙ্গালুরুর মেট্রো স্টেশনগুলির সঙ্গে সংযোগ বাড়ানোর জন্য, ইন্দিরানগর এবং ইলাছেনাহাল্লি মেট্রো স্টেশনগুলিতে চালু হল মহিলা-চালিত বৈদ্যুতিক অটোরিকশা ৷ উদ্দেশ্য, পাবলিক ট্রান্সপোর্টে কম কার্বন নির্গমন ৷ অ্যালস্টম নামের একটি বহুজাতিক কোম্পানি কার্বনজনিত দূষণমুক্ত ভবিষ্যতের জন্য এই উদ্যোগ নিয়েছে ৷
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ডব্লিউআরআই ইন্ডিয়ার সহযোগিতায় এই উদ্যোগের লক্ষ্য সরকারী নীতি এবং নাগরিক সমাজের ক্রিয়াকলাপকে প্রভাবিত করা । এই উদ্যোগে অন্য সহযোগী সংস্থাগুলি হল বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (বিএমআরসিএল) এবং মেট্রোরাইড ৷ অ্যালস্টম ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অলিভিয়ার লোইসন বলেন, "প্রোগ্রামের পাইলট পর্বের অংশ হিসেবে, আমরা ইলাছেনাহাল্লি এবং ইন্দিরানগর স্টেশনে শেষ-মাইল পরিষেবা হিসেবে বৈদ্যুতিক অটো মোতায়েন করব। প্রতিটি স্টেশন থেকে 4 কিলোমিটার ব্যাসার্ধে যাত্রীদের পরিষেবা দেবে এই সমস্ত অটো ।’’
40 বছর বয়সি সরস্বতী স্বামীর মৃত্যুর পরে অটো চালাতে শুরু করেন ৷ তিনি বলেন, আমি সকালের শিফট বেছে নিয়েছি, বিকেল 4টের মধ্যে কাজ হয়ে যায় ৷ ফলে আমার মেয়েরা কলেজ থেকে ফেরার আগে বাড়ি চলে যেতে পারি । আমাকে প্রতিদিন 800 টাকা দেওয়া হয়। এমনকী আমি অনেক রাইড না পেলেও তাই পাই ৷