নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 119তম মন কি বাত অনুষ্ঠানে একটি বড় ঘোষণা করেছেন। আগামী 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি মহিলাদের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীদের হাতে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হস্তান্তর করবেন। তাঁর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন যে, তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে বিভিন্ন ক্ষেত্রের সফল মহিলারা তাদের কাজ এবং অভিজ্ঞতা নিয়ে কথা ভাগ করে নেবেন সকলের সঙ্গে।
বিভিন্ন ক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, 'আসুন আমরা নারীদের অদম্য চেতনা উদযাপন করি এবং সম্মান করি।' এই প্রথম নয় ৷ 2020 সালেও, প্রধানমন্ত্রী মোদি মহিলাদের হাতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তুলে দিয়েছিলেন ৷ এর আগে 8 মার্চ, 2020 সালে প্রধানমন্ত্রী মোদি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বিভিন্ন ক্ষেত্রের সফল সাতজন মহিলার হাতে তুলে দেন।