পুনে, 28 জানুয়ারি: পুনের হিঞ্জাওয়াদি এলাকার একটি ওয়ো হোটেলে প্রেমিকের গুলিতে এক তরুণীর মৃত্যু। তিনি পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ৷ বছর ছাব্বিশের ওই তরুণী পুনের বাসিন্দা নন ৷ শনিবার রাতে পিম্পরি চিঞ্চওয়াড়ের হিঞ্জেওয়াড়ি এলাকার এক ওয়ো হোটেলে তাঁর দেহ উদ্ধার হয়েছে। মধ্যরাতে ওই তরুণীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। খবর পেয়ে হিঞ্জেওয়াড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে মৃত তরুণী উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃত যুবকের নাম ঋষভ নিগম ৷ সেও উত্তরপ্রদেশের বাসিন্দা। কেন খুন করা হয়েছে তা জানতে তদন্ত চালাচ্ছে হিঞ্জেওয়াড়ি থানার পুলিশ। পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, ঋষভ নিগম ওই তরুণীর প্রেমিক। শনিবার গভীর রাতে সে ওই তরুণীকে খুন করে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনাটি ঘটেছে হিঞ্জেওয়াড়ির লক্ষ্মী চকের এক হোটেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রেম ঘটিত সম্পর্কের কারণেই তাকে খুন করা হয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন।
একই সঙ্গে জানা গিয়েছে, তরুণীকে খুন করে মুম্বইয়ের দিকে পালিয়ে গিয়েছিল ঋষভ। রাস্তায় নাকা চেকিংয়ের সময় তাকে পিস্তল-সহ গ্রেফতার করে মুম্বই পুলিশ। কেন তাঁকে হত্যা করা হয় এবং ঠিক কোন সময়ে এই ঘটনা ঘটেছে, পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। সম্পর্কের জের নাকি অন্য কোনও কারণে এই খুন তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃত তরুণী একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কর্মরত ছিলেন। ঋষভ মূলত লখনউয়ের বাসিন্দা। তিনি পুনে এসেছিলেন। গভীর রাত পর্যন্ত তরুণী ও ঋষভ একসঙ্গেই ছিলেন। ভোরের দিকে হিঞ্জেওয়াড়ির লক্ষ্মী চকে আসে তারা। এই সময়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় বলে জানা গিয়েছে। ক্ষিপ্ত হয়ে ঋষভ তাঁর উপর চড়াও হয় এবং তাঁকে হত্যা করে বলে অভিযোগ।
তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সে পালিয়ে যায়। খুনের পর মুম্বইয়ের দিকে পালিয়ে গিয়েছিল ঋষভ। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, প্রেমের জেরেই এই হত্যাকাণ্ড। সহকারি পুলিশ কমিশনার বিশাল হিরে জানান, ওই তরুণীর সঙ্গে দেখা করতে পুনে এসেছিল ঋষভ। তারপর গতরাতে দু'জনেই হিঞ্জেওয়াড়ি এলাকার ওয়ো হোটেলে ছিল। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ঋষভ ওই তরুণীকে হত্যা করে। মুম্বই পুলিশ রাতের টহলের সময় তাকে আটক করে হিঞ্জেওয়াড়ি পুলিশের কাছে হস্তান্তর করে। ঋষভ পিস্তলটি কোথা থেকে পেল তাও তদন্ত করে দেখছে হিঞ্জেওয়াড়ি পুলিশ।