পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জোর করে নিজের হাতে খাইয়ে দিতে চাইতেন শ্বশুর, তিতিবিরক্ত হয়ে থানায় মহিলা - Complaint against Father in Law - COMPLAINT AGAINST FATHER IN LAW

Woman Complaints against Father-in-law: শ্বশুরবাড়ির কাজকর্মে অতিষ্ঠ বধূ ৷ স্বামীকে জানিয়ে বা কাউন্সেলিংয়েও রফা না মেলায় পুলিশে অভিযোগ দায়ের করলেন মহিলা ৷ কী এমন হয়েছিল আগ্রায় ?

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 4:34 PM IST

আগ্রা, 1 এপ্রিল: শ্বশুর নিজের হাতে বৌমাকে খাইয়ে দিতে চাইতেন ৷ খারাপভাবে তাকাতেন ৷ বৌমার তা পছন্দ ছিল না ৷ তবে সেসবে কান দিতেন না শ্বশুর ৷ জোর করে খাওয়াতে যেতেন বৌমাকে ৷ বিষয়টি স্বামীকে জানিয়েছিলেন মহিলা ৷ কিন্তু লাভ কিছুই হয়নি ৷ বাবাকেই সমর্থন করেছিলেন তাঁর স্বামী ৷ তাই একপ্রকার বাধ্য হয়েই থানার দ্বারস্থ হন মহিলা ৷ এই ঘটনা থেকে রেহাই পেতে অভিযোগও দায়ের করেন ৷ এমনই ঘটনা ঘটেছে আগ্রার কিরাওয়ালি থানা এলাকায় ৷

শ্বশুরবাড়ির এহেন কাজকর্ম নিয়ে বিরোধের জেরে মামার বাড়িতে চলে আসেন মহিলা। দু'মাস ধরে সেখানেই রয়েছেন তিনি ৷ এরপর পারিবারিক কাউন্সেলিং সেন্টারে নিয়ে যাওয়া হলেও কোনও সমাধান হয়নি ৷ এতেই কাউন্সেলর এবং ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারের নোডাল অফিসার রবিবার ওই মহিলার অভিযোগে মামলা নথিভুক্ত করার সুপারিশ দেন।

বিবাহিত মহিলার অভিযোগ, আট মাস আগে পাথৌলিতে তাঁর বিয়ে হয়। স্বামী একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বিয়ের দিন শ্বশুরবাড়ির লোকজন তাকে সবার সামনে খাবার খাওয়ান। সেদিনও তার অস্বস্তি হয়েছিল । কিন্তু নতুন বউ বলে পারিবারিক সুখের জন্য এসব নিয়ে ভাবেননি ৷ কিন্তু শ্বশুরবাড়িতে পৌঁছনোর পর শ্বশুর নিজের হাতে তাঁকে খাওয়ানোর জন্য জোর করেন। ঘটনার প্রতিবাদ করলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মেয়ে বলে ফের খাওয়ান। কিন্তু খাওয়ানোর সময় শ্বশুরের তাকানোর ভঙ্গিমা খুব ভালোভাবে নেননি মহিলা ৷

এই ঘটনায় কাউন্সেলর ডাঃ অমিত গৌড় জানান, বিবাহিত মহিলার অভিযোগের ভিত্তিতে বিষয়টি পারিবারিক পরামর্শ কেন্দ্রে আসে। এই নিয়ে উভয়পক্ষের কাউন্সেলিং করা হয়। মহিলার স্বামী ও শ্বশুরবাড়ির লোকদেরও কাউন্সেলিং করা হয়েছে । উভয়পক্ষকে বোঝানোর অনেক চেষ্টা করা হলেও বিষয়টি সমাধান করা যায়নি। এতে ওই মহিলার অভিযোগ, শ্বশুরবাড়ির কাজ পছন্দ না-হলে তিনি স্বামীর কাছে অভিযোগ করেন। স্বামী এ ব্যাপারে তার বাবাকেই সমর্থন করেন। এই কারণে শ্বশুরবাড়ির এই সব কাজ ও জেদ দুইই বেড়েছে ।

বিবাহিত মহিলার আরও অভিযোগ, প্রতিবাদ করলে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করেন । এই জন্য তিনি তাঁর বাবা-মায়ের বাড়িতে চলে আসেন ৷ তিনি এখন শ্বশুর বাড়িতে যেতে চান না ।

এই বিষয়ে ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারের ইনচার্জ অপূর্ব চৌধুরী জানান, কাউন্সিলরের রিপোর্টের ভিত্তিতে বিবাহিত মহিলা এবং তাঁর শ্বশুর-শাশুড়ির খাওয়ানো সংক্রান্ত অভিযোগের বিষয়ে কোনও নিষ্পত্তি হয়নি। আইন কাউন্সেলিং রিপোর্টের ভিত্তিতে রবিবার এই মামলার পাশাপাশি চারটি মামলায় এফআইআর নথিভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন :

  1. স্বামীকে খুনের জন্য চাই ভাড়াটে খুনি, হোয়াটসঅ্য়াপে বিজ্ঞাপন স্ত্রী'য়ের !
  2. উলটপুরাণ ! নিজে পরেন জিনস-টপ, বউমাকেও শাড়ি ছেড়ে তাই পরতে হবে; শাশুড়ির চাপে থানায় বধূ
  3. গুটখা খেয়ে ঘরের কোণে পিক ফেলেন স্ত্রী, বিয়ের 8 মাসেই সঙ্গ ছাড়তে চেয়ে কাউন্সেলিং সেন্টারে যুবক

ABOUT THE AUTHOR

...view details