নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি: তরুণীকে লাগাতার ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল তাঁরই বন্ধুর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে রাজধানীর সাউথ দিল্লি এলাকার রাজু পার্কে ৷ ওই তরুণী পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ৷ এক সপ্তাহ ধরে এই অত্যাচার চলছিল বলে অভিযোগ ৷ এমনকী অভিযুক্ত ওই তরুণীর গায়ে গরম ডাল ঢেলে দিয়েছে বলেও অভিযোগ ৷ অভিযুক্ত উত্তরাখণ্ডের বাসিন্দা ৷ দিল্লিতে একটি রেস্তোরাঁয় রান্নার কাজ করত ৷
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তকে গত 2 ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছে ৷ তার বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন, যৌন হেনস্তার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ ৷ ওই তরুণী দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকার রাজু পার্কে একটি ভাড়া বাড়িতে অভিযুক্তের সঙ্গে থাকছিলেন ৷
পুলিশ ঘটনার কথা জানতে পারে 30 জানুয়ারি ৷ নেব সরাই থানায় একটি ফোন আসে ৷ তাতে জানানো হয় এক তরুণীর উপর তাঁর স্বামী অত্যাচার করছে ৷ সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ ওই তরুণীকে উদ্ধার করে এইমসে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে ৷ নির্যাতিতার গায়ে প্রায় 20 জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সম্প্রতি তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷
পুলিশের এক শীর্ষ কর্তার কথায়, "পুলিশি জিজ্ঞাসাবাদে নির্যাতিতা জানায়, তিনি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বাসিন্দা ৷ অভিযুক্তের সঙ্গে তাঁর ফোনে পরিচয় হয়েছিল ৷ গত 3-4 মাস ধরে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল ৷" আধিকারিক আরও জানান, ওই তরুণী বেঙ্গালুরুতে পরিচারিকার কাজ পেয়েছিলেন ৷ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেখানে পৌঁছনোর কথা ছিল তরুণীর ৷ এবার তাঁর ট্রেনটি দিল্লি হয়ে বেঙ্গালুরু পৌঁছবে জেনে ওই তরুণী দিল্লিতে নামেন ৷
অভিযুক্ত ওই তরুণীকে আশ্বাস দেয়, সে তরুণীকে চাকরি খুঁজে দেওয়ার বিষয়ে সাহায্য করবে ৷ সেই কথায় ভুলে গিয়ে তরুণী অভিযুক্তের সঙ্গে রাজু পার্কের ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন ৷ এদিকে দিনে দিনে ওই তরুণীর উপর অত্যাচার আরও বাড়তে থাকে ৷ তরুণী পুলিশকে জানিয়েছে, এক সপ্তাহ ধরে অভিযুক্ত তাঁকে ধর্ষণ করেছে ৷ অত্যাচার এমনই চরমে পৌঁছয় যে অভিযুক্ত তরুণীর গায়ে গরম ডাল ঢেলে দেয় ৷ ফলে তরুণীর শরীরে কিছুটা অংশ পুড়ে যায় ৷ তরুণীর অভিযোগের ভিত্তিতে 30 জানুয়ারি পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে ৷
আরও পড়ুন:
- 'নৃশংসতা না থাকলেও ধর্ষণ সবসময়ই বর্বরোচিত', শিশুকে যৌন নিগ্রহে 30 বছরের কারাদণ্ড সুপ্রিম কোর্টের
- পদের লোভ দেখিয়ে লাগাতার ধর্ষণে আত্মঘাতী মহিলা কর্মী ! বেপাত্তা বাঁকুড়ার বিজেপি নেতা
- দিঘায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার পর্যটক, গ্রেফতার 2