পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা, বাড়ির মেঝেতেই দেহ পুঁতে দিল স্ত্রী ! - দেহ পুঁতে

Woman kills husband: প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে ৷ অভিযোগ, হত্যার পর স্বামীর দেহ বাড়ির মেঝেতেই দেহ পুঁতে দেন ওই মহিলা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 7:14 PM IST

নয়াগড়, 16 ফেব্রুয়ারি: স্বামীর কাছে হাতেনাতে ধরা পড়ে গিয়েছিল বিবাহ বহির্ভূত সম্পর্ক ৷ সেই কারণে প্রেমিকের সহায়তায় স্বামীকে খুন করে বাড়িতেই দেহ মেঝেতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ৷ ওডিশার নয়াগড় জেলার ওদাগাঁও থানা এলাকার কোমান্দা গ্রামে ঘটেছে এই ভয়ংকর ঘটনা । বৃহস্পতিবার রাতে ওই বাড়ি থেকে মাটি খুঁড়ে দেহ বের করে পুলিশ ৷

প্রকাশ নায়ক নামে ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার 20 দিন পর উদ্ধার হল তাঁর দেহ ৷ সূত্রের খবর, প্রকাশ তাঁর শ্বশুরবাড়িতে থাকতেন । 14 বছর আগে কোমান্দা গ্রামের জ্যোৎস্নারানি নায়কের সঙ্গে তাঁর বিয়ে হয় । ওই দম্পতির দুটি সন্তান রয়েছে । যদিও জ্যোৎস্নারানির সঙ্গে সোনু সামাল নামে এক যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ ।

পুলিশ জানিয়েছে, পরকীয়া ধরা পড়ে যাওয়ার পর বেশ কিছু দিন ধরেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করার ষড়যন্ত্র করছিলেন ওই মহিলা ৷ জ্যোৎস্নারানির মা দামুনি প্রধানও এই হত্যাকাণ্ডে জড়িত । পরিকল্পনা অনুযায়ী, জ্যোৎস্নারানি ও সোনু প্রকাশকে হত্যা করে বাড়িতেই মাটি খুঁড়ে দেহ পুঁতে দেন বলে অভিযোগ ।

সম্প্রতি প্রকাশের বাবা গোকুল নায়ক কোনও কাজে ছেলের শ্বশুরবাড়িতে যান । তাঁকে প্রকাশের নিখোঁজ হওয়ার কথা বলেন শ্বশুরবাড়ির লোকেরা ৷ তখনই সন্দেহ হওয়ায় প্রকাশের বাবা ওদাগাঁও থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন । ওই বাড়ির মেঝেতে একটি স্ফীত অংশ দেখেও তাঁর সন্দেহ হয় । পুলিশকে সে কথা জানালে পুলিশ বাড়িতে এসে তদন্ত শুরু করে ৷ আর তখনই বিষয়টি স্পষ্ট হয় ৷ মাটি খুঁড়ে তোলা হয় প্রকাশের দেহ ৷

পুলিশ প্রকাশের স্ত্রী, তাঁর মা ও প্রেমিককে গ্রেফতার করেছে । তাঁদের দিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. 9 বছরের বালককে গলা কেটে খুনের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী তরুণ
  2. প্রেমে অনড় কিশোরী, রাগে গলায় মাফলার পেঁচিয়ে খুন করল বাবা !
  3. গলা কেটে খুন! পোলবায় পরিতক্ত চৌবাচ্চা থেকে উদ্ধার মহিলার দেহ

ABOUT THE AUTHOR

...view details