নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি: 'অগ্নিপথ' সামরিক নিয়োগ প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর ফের আক্রমণ শানাল কংগ্রেস ৷ এই প্রকল্পের মাধ্যমে যুবকদের প্রতি 'গুরুতর অবিচার' করা হয়েছে বলে অভিযোগ তোলার পাশাপাশি কংগ্রেস বলেছে, জনতা তাদের ক্ষমতায় আনলে তারা 'অগ্নিপথ' প্রকল্প বাতিল করে দেবে ৷
কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই মর্মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি লিখিত অভিযোগে জানিয়েছেন, 'অগ্নিপথ' প্রকল্পের কারণে সশস্ত্র বাহিনীতে নিয়মিত চাকরির জন্য তরুণদের প্রতি 'অবিচার' করা হয়েছে ৷ তাঁদের জন্য ন্যায়বিচার চেয়ে বিষয়টিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের অনুরোধ করেছেন জাতীয় কংগ্রেস সভাপতি ৷ পাশাপাশি, চিঠিতে তুলে ধরা হয়েছে, সশস্ত্র বাহিনীতে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া বাতিলের কারণে প্রায় দু'লাখ যুবক-যুবতীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে ৷
অন্যদিকে, এআইসিসি সদর দফতরে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক সচিন পাইলট জানিয়েছেন, এই ধরনের স্কিমের কোনও প্রয়োজন নেই ৷ তিনি বলেন, "এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের টাকা বাঁচানো ছাড়া অন্য কোনও উপকারে আসবে না ৷ এই প্রকল্পের মাধ্যমে কারও উন্নতি হবে না ৷ আমরা মনে করি, পুরনো যে নিয়োগ পদ্ধতি ছিল, তা বজায় রাখা উচিত ৷ সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণে কিছু পরিবর্তন আনতে গেলে বর্তমান ব্যবস্থায় তা অনেকটাই সম্ভব, কিন্তু পুরনো ব্যবস্থাকে পুরোপুরি নির্মূল করা ঠিক নয় ৷"
তিনি আরও বলেন, "এই ধরনের প্রকল্প কর্মসংস্থানের পথ বন্ধ করে দিচ্ছে । আমি মনে করি, সেনাবাহিনী কীভাবে কাজ করবে তার ভবিষ্যত সম্ভাবনা নিয়ে খুব বেশি চিন্তা না করেই এটি একটি অ্যাড-হক ফ্যাশনে করা হয়েছে । আমরা বিশ্বাস করি যে অগ্নিপথ কর্মসূচি কোনও ইতিবাচক উন্নয়ন নিয়ে আসবে না। যদি দেশের মানুষ আমাদের পাশে থাকেন, তাহলে পুরনো নিয়োগ পদ্ধতি আমরা ফিরিয়ে আনব ৷" কংগ্রেস নেতা দীপেন্দর হুডাও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রের সমালোচনা করে এই প্রকল্প প্রত্যাহারের দাবি জানিয়েছেন ৷