পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হায়দরাবাদের হালিম বিশ্বখ্যাত, কী এমন আছে যা না খেলে মিস করবেন ! দেখুন ভিডিয়ো - Hyderabadi Haleem - HYDERABADI HALEEM

Famous Haleem in Hyderabad: রমজান মাস এলেই এক ধাক্কায় বিরিয়ানিকে পিছনে ফেলে জনপ্রিয়তার নিরিখে এগিয়ে যায় হায়দরাবাদের জিআই ট্যাগপ্রাপ্ত হালিম ৷ কবে থেকে প্রচলন হয়েছিল হালিমের ? খোঁজ নিল ইটিভি ভারত ৷

Hyderabadi Haleem , হায়দরাবাদের বিখ্যাত হালিম
হায়দরাবাদী হালিম

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 12:31 PM IST

Updated : Apr 4, 2024, 3:28 PM IST

দেখুন পিস্তা হাউসের বিখ্যাত হালিম বানানোর ভিডিয়ো

হায়দরাবাদ: বছরভর বিরিয়ানির রাজত্ব চললেও রমজান মাস মানেই হায়দরাবাদে হালিমের রমরমা ৷ শহরের আনাচে কানাচে ছড়িয়ে থাকে হালিমের অস্থায়ী দোকান ৷ হালিম হল আরবের খাবার ৷ এটি মূলত মাংসের কিমা, ভাঙা গম এবং প্রচুর মশলার মিশ্রণে তৈরি হয় ৷ 1869 থেকে 1911 সালের মধ্যে রাজ্য শাসন করাকালীন হায়দরাবাদের ষষ্ঠ নিজাম মাহবুব আলি খান হালিমের প্রচলন করেছিলেন ৷

প্রচলনের পর শীঘ্রই হায়দরাবাদের রন্ধনশৈলীর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে হালিম ৷ গত কয়েক দশকে রমজানে এটি একটি আবশ্যকীয় খাবার হয়ে উঠেছে । আর এখন তো হালিম ইফতারের মূল খাবারে পরিণত হয়েছে ৷ কারণ মুসলমানরা খেজুর এবং জল দিয়ে রোজা ভাঙার সঙ্গে সঙ্গে এটি খেতে পছন্দ করে । স্বাদের পাশাপাশি, থালাটি প্রোটিনের একটি সমৃদ্ধ উৎস ৷ এটি উপোসীদেরকে পুনরুজ্জীবিত করতে এবং পরের দিনের জন্য প্রস্তুত করতে সাহায্য করে । এই হালিমের দাম প্রতি প্লেট 50 টাকা থেকে 300 টাকা পর্যন্ত রয়েছে ।

হায়দরাবাদের ঐতিহ্যে পরিণত হয়েছে হালিম :

হায়দরাবাদের রাস্তায় ঘুরতে গিয়ে আপনি 'ভাট্টি' দেখতে পাবেন ৷ ইট ও কাদা দিয়ে বানানো উনুন ৷ হোটেল বা রাস্তার পাশে খাবারের দোকানের বাইরে সারিবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায় ৷ রমজান মাসে হায়দরাবাদের বিখ্যাত বিরিয়ানির জনপ্রিয়তাকেও ছাপিয়ে যায় হালিম ৷ শুধু মুসলিম সম্প্রদায়ের লোকেরাই নয়, অ-মুসলিমরাও হালিম খেতে রীতিমতো ভিড় জমান ৷ বছরের পর বছর ধরে, শহরের কিছু বিখ্যাত রেস্তোরাঁ হালিমের জন্য বিশেষ পরিচিত হয়েছে ৷ এসব রেস্তোরাঁর হালিম গুণমানের জন্য নাম করেছে । তার মধ্যে রয়েছে পিস্তা হাউস ৷ যেটি 1997 সাল থেকে হালিমের খাঁটি স্বাদ তৈরি এবং পরিবেশন করার দাবি করে ৷

পিস্তা হাউসের দাবি, রমজান মাসে প্রতিদিন 10 হাজার কেজি হালিম বিক্রি করে তারা ৷ গুণমান এবং স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব দেওয়াই হল রেস্টুরেন্টের মূল ইউএসপি । ইটিভি ভারত-এর সঙ্গে কথা বলার সময় পিস্তা হাউসের ফুড প্রোডাকশন ম্যানেজার মোহাম্মদ অখিল জানান, তাঁরা হালিম তৈরি করতে খাঁটি ভারতীয় মশলা, 100 শতাংশ মাটন এবং খাঁটি ঘি ব্যবহার করেন ৷ যা শহরের 40টিরও বেশি আউটলেটে বিক্রি হয় ।

সর্বাধিক জনপ্রিয় জিআই ফুড অ্যাওয়ার্ড :

খাদ্যপ্রেমীদের মধ্যে জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে 2022 সালে খাদ্য বিভাগে হায়দরাবাদী হালিম 'সবচেয়ে জনপ্রিয় জিআই'-এর সম্মানিত শিরোনাম দাবি করা ভারতের বিভিন্ন অঞ্চলের 17টি খাদ্য আইটেমের মধ্যে বিজয়ী হয়েছিল । প্রতিযোগী অন্যান্য খাবারের মধ্যে ছিল রসগোল্লা এবং বিকানেরি ভুজিয়া ৷ বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ দ্বারা পরিচালিত একটি ভোটিং সিস্টেমের মাধ্যমে নির্বাচিত হয়ে হায়দরাবাদী হালিম স্বীকৃতি ছিনিয়ে নেয় ৷

হালিমকে প্রাথমিকভাবে 2010 সালে জিআই ট্যাগ দেওয়া হয়েছিল, যা শুধুমাত্র হায়দরাবাদের জন্য সংরক্ষিত ছিল । পিস্তা হাউসের ম্যানেজিং ডিরেক্টর এবং হায়দরাবাদ হালিম মেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মজিদ এই পুরস্কারটি গ্রহণ করেন ৷ তাঁর কথায়, হালিমের কারুকাজ করার ক্ষেত্রে পিস্তা হাউসের শ্রেষ্ঠত্ব দীর্ঘদিনের ঐতিহ্যকে তুলে ধরে ।

মাংস, মুসুর ডাল এবং গমের একটি স্টু যা মশলার সঙ্গে মিশ্রিত ৷ হালিমের পুষ্টিগুণ অনেক বেশি এবং এতে একটি প্রশান্তিদায়ক টেক্সচার রয়েছে ৷ শেফ এবং তাদের সহকারীরা সাবধানতার সঙ্গে এটি তৈরি করেন ৷ মাংস পিষে এবং বড় পাত্রে উপাদানগুলি মেশানো, সবই দক্ষতার কাজ ৷ যা খেতে অসাধারণ লাগবে আপনার ৷

আরও পড়ুন :

  1. ইফতারে বিনামূল্যে হালিম ! রেস্টুরেন্টে হুড়োহুড়ি, ভিড় সামলাতে পুলিশের লাঠিচার্জ
  2. কাবাব টু বিরিয়ানি, ঈদ জমে উঠুক ঘরোয়া খাবারে
Last Updated : Apr 4, 2024, 3:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details