পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরপ্রদেশ-বিহার মিলে 120 আসনে বিজেপিকে মানুষ পরাজিত করবে, বার্তা অখিলেশের - Bihar

Akhilesh Yadav: অখিলেশ যাদব সমাবেশটিকে সফল করার জন্য ইন্ডিয়া জোটের সকলকে ধন্যবাদ জানিয়েছেন ৷ সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব 'দেশ বাঁচান' স্লোগান দিয়ে জানান, বিজেপি যদি উত্তর প্রদেশ (80টি আসন) এবং বিহারের (40টি আসন) সমস্ত 120টি লোকসভা আসনে পরাজিত হয় তবে দেশ থেকে উৎখাত হবে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 8:44 PM IST

পটনা, 3 মার্চ: জনগণকে দেশ থেকে বিজেপিকে উৎখাত করার আহ্বান জানালেন বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা ৷ রবিবার পটনায় ঐতিহাসিক গান্ধি ময়দানে আয়োজিত মহাজোটের 'জন বিশ্বাস সমাবেশে' ভাষণ দিতে গিয়ে এভাবেই বিজেপিকে আক্রমণ করেন বিরোধী জোটের নেতারা। সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব 'দেশ বাঁচান' স্লোগান দিয়ে জানান, বিজেপি যদি উত্তর প্রদেশ (80টি আসন) এবং বিহারের (40টি আসন) সমস্ত 120টি লোকসভা আসনে পরাজিত হয় তবে দেশ থেকে উৎখাত হবে ৷ কেন্দ্রের ক্ষমতা থেকে তাদের সরানো যাবে বলেও জানান অখিলেশ।

অখিলেশ যাদব সমাবেশটিকে সফল করার জন্য ইন্ডিয়া জোটের সকলকে ধন্যবাদ জানিয়েছেন ৷ একই সঙ্গে, জোর দিয়ে বলেন, "উত্তর প্রদেশের সমস্ত 80টি আসনে বিজেপিকে পরাজিত করার সংকল্প নেওয়া হয়েছে ৷ এখন বিহারও 40টি আসনে বিজেপিকে পরাজিত করার সংকল্প করা হয়েছে।" অখিলেশ আরও জানান, বিজেপি যদি ইউপি এবং বিহারের 120টি আসনই হারে, তবে মোদিজির কী হবে ?

তাঁর কথায়, "শ্লোগান হওয়া উচিত যে উত্তর প্রদেশ এবং বিহার মিলে 120টি আসনে বিজেপিকে পরাজিত করা উচিত। কৃষকরা অসন্তুষ্ট, যুবকদের চাকরি নেই এবং তাদের (বিজেপি) 10 বছরের মেয়াদে জনসাধারণ কী অর্জন করেছে আমরা জানি না ৷ আমরা আশা করি ইউপি-সহ, বিহারও পরিবর্তনের দিকে এগিয়ে যাবে ৷”

সমাজবাদী পার্টি প্রধান আরও বলেন, "জনগণ জানে যে, আমরা যদি দেশকে বাঁচাতে চাই ৷ আর সে কারণে আমাদের বিজেপিকে পরাজিত করতে হবেই ৷ বিজেপিকে পরাজিত করার প্রচার এখন তীব্র হয়েছে।" তিনি বলেন, "আমরা এখানে এসেছি এবং মঞ্চ থেকে আমরা বিহার ও উত্তরপ্রদেশের জনগণকে বিজেপিকে পরাজিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। যাতে একেবারেই দেশ থেকে বিজেপি পালিয়ে যায়। গোটা দেশে বিজেপি পরাজিত হবে ৷” বেকারত্ব ইস্যুতে কেন্দ্র ও বিহার সরকারকেও আক্রমণ করেছেন অখিলেশ যাদব। তিনি বলেন, "ডাবল ইঞ্জিন সরকার কেবল বেকারত্ব দিয়েছে, কিন্তু তেজস্বী যাদব বিহারে 3 লক্ষ লোককে চাকরি দিয়েছে। যদি 10 লক্ষ লোক চাকরি পেত, তাহলে তাদের নিজ নিজ পরিবার কত ভালো হত।"

আরও পড়ুন

ভোটের আগে শেষ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি

'দেশ গঠনে দান করুন', দলকে 2000 টাকা দিয়ে নাগরিকদের কাছে আর্জি মোদির

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details