পটনা, 3 মার্চ: জনগণকে দেশ থেকে বিজেপিকে উৎখাত করার আহ্বান জানালেন বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা ৷ রবিবার পটনায় ঐতিহাসিক গান্ধি ময়দানে আয়োজিত মহাজোটের 'জন বিশ্বাস সমাবেশে' ভাষণ দিতে গিয়ে এভাবেই বিজেপিকে আক্রমণ করেন বিরোধী জোটের নেতারা। সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব 'দেশ বাঁচান' স্লোগান দিয়ে জানান, বিজেপি যদি উত্তর প্রদেশ (80টি আসন) এবং বিহারের (40টি আসন) সমস্ত 120টি লোকসভা আসনে পরাজিত হয় তবে দেশ থেকে উৎখাত হবে ৷ কেন্দ্রের ক্ষমতা থেকে তাদের সরানো যাবে বলেও জানান অখিলেশ।
অখিলেশ যাদব সমাবেশটিকে সফল করার জন্য ইন্ডিয়া জোটের সকলকে ধন্যবাদ জানিয়েছেন ৷ একই সঙ্গে, জোর দিয়ে বলেন, "উত্তর প্রদেশের সমস্ত 80টি আসনে বিজেপিকে পরাজিত করার সংকল্প নেওয়া হয়েছে ৷ এখন বিহারও 40টি আসনে বিজেপিকে পরাজিত করার সংকল্প করা হয়েছে।" অখিলেশ আরও জানান, বিজেপি যদি ইউপি এবং বিহারের 120টি আসনই হারে, তবে মোদিজির কী হবে ?
তাঁর কথায়, "শ্লোগান হওয়া উচিত যে উত্তর প্রদেশ এবং বিহার মিলে 120টি আসনে বিজেপিকে পরাজিত করা উচিত। কৃষকরা অসন্তুষ্ট, যুবকদের চাকরি নেই এবং তাদের (বিজেপি) 10 বছরের মেয়াদে জনসাধারণ কী অর্জন করেছে আমরা জানি না ৷ আমরা আশা করি ইউপি-সহ, বিহারও পরিবর্তনের দিকে এগিয়ে যাবে ৷”