কলকাতা, 12 ফেব্রুয়ারি: একদিন আগেই বাংলার অর্থনীতি নিয়ে সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপর 24 ঘণ্টাও কাটেনি ৷ পত্রপাট তাঁর জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা। সেখান থেকেই সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পাল্টা জবাব দেন। তিনি বলেন, ‘‘বাংলার বিষয়ে বলার আগে নিজেদের দুর্নীতি সামলাতে বলুন।’’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সংবাদমাধ্যম আগামিকাল কী বলবে, তা এখন ঠিক করে দেওয়া হয় । মিডিয়াকে মুখ খুলতে দেওয়া হয় না। ঠিক করে দেওয়া হয় কোনটা যাবে,আর কোনটা যাবে না । মহাকুম্ভ নিয়েও আপনারা সত্যিটা বলতে পারেন নি ।’’ নির্মলাকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নির্মলা দেবী, আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন । আপনার উজ্জ্বলার কী হল ? নির্বাচনের আগে আপনি উজ্জ্বলা করেছেন। এখন তার ভবিষ্যৎ কী ? আপনি তো কিছুই করেন না, শুধু ভাষণ দেন। কোথায় গেল সব টাকা ? এখন তো শুধু বাংলা নয়, গুজরাতও বলছে রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না। আপনি সবকিছুতেই কন্ট্রোল করতে চাইছেন। আর গণতন্ত্রকে বুলডোজ করতে চাইছেন । যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুলডোজ করতে চাইছেন ।’’
ভুয়ো ভোটার