পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'মানুষ আশা করছে প্রধানমন্ত্রী সাহায্য করবেন', বিধ্বস্ত ওয়েনাড়ের জন্য শাহি দরবারে সাংসদ প্রিয়াঙ্কা - PRIYANKA GANDHI MEETS AMIT SHAH

সংসদের শীতকালীন অধিবেশনের ফাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন সাংসদ প্রিয়াঙ্কা ৷ ধসে বিপর্যস্ত ওয়েনাড়বাসীর জন্য সাহায্যের আর্জি জানালেন তিনি ৷

Wayanad MP Priyanka Gandhi Vadra meets HM Amit Shah
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন প্রিয়াঙ্কা গান্ধি ও অন্য সাংসদরা (ছবি সৌজন্য: কংগ্রেসের এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Dec 4, 2024, 9:34 PM IST

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন নবনির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ৷ তাঁর লোকসভা কেন্দ্র ওয়েনাড়ে চলতি বছরের 30 জুলাই ভয়াবহ ধস নামে ৷ ধ্বংস হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা ৷ তাই কেন্দ্র পুনর্গঠন করতে বিজেপি সরকারের কাছে জরুরি ভিত্তিতে ত্রাণ সাহায্যের আর্জি জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা ৷ এদিন তাঁর নেতৃত্বে কেরলের সাংসদের একটি প্রতিনিধি দল শাহের সঙ্গে দেখা করতে যান ৷

শাহি-বৈঠকের পর প্রিয়াঙ্কা বলেন, "আমরা তাঁকে (অমিত শাহ) পরিস্থিতির কথা জানিয়েছি ৷ মানুষ কীভাবে বিপর্যস্ত হয়েছে, তা বলেছি ৷ একটা নদীর সম্পূর্ণ গতিপথই বদলে গিয়েছে ৷ সব ধুয়ে সাফ হয়ে গিয়েছে ৷" তিনি জানান, ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তরা সহায়-সম্বলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যদি কিছু না করে, তাহলে মানুষের কাছে খারাপ বার্তা পৌঁছবে ৷

ওয়েনাড়ের সাংসদ জানান, লোকসভা কেন্দ্রটিকে স্বাভাবিক ছন্দে ফেরাতে প্রায় 2 হাজার 221 কোটি টাকা আর্থিক সাহায্য প্রয়োজন ৷ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ কি এই অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁকে ? এই প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, "এই আশ্বাস পেয়েছি যে, কেন্দ্রীয় সরকার কিছু সাহায্য করবে ৷ তারাই ঠিক করবে কীভাবে সাহায্য করা যায় ৷ ত্রাণের জন্য পরিকল্পনা করা হবে ৷"

ইতিমধ্যে ওয়েনাড়ের ত্রাণকার্যে 50 কোটি টাকা আর্থিক সাহায্য করেছে কেন্দ্র ৷ তারপরও কেন এই বিশাল অঙ্কের টাকা প্রয়োজন ? উত্তরে প্রিয়াঙ্কা বলেন, "বিপর্যয়টা ভয়াবহ ৷ এমন নয় যে, পরিবারের শুধুমাত্র একজন সদস্যের মৃত্যু হয়েছে ৷ জীবনের একটা কোনও ছোট অংশ হারিয়ে গিয়েছে, এমন নয় ৷ তাঁদের বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, স্কুল নেই, ব্যবসা, দোকান, সবকিছু ভেসে গিয়েছে ৷ বিপর্যয়টা একটা ছোট এলাকায় সীমাবদ্ধ ছিল, কিন্তু প্রকৃতি চরম ধ্বংসাত্মক আকার ধারণ করে ৷ গ্রামের পর গ্রাম ধুয়ে গিয়েছে ৷ অনেক শিশু পুরো পরিবার হারিয়েছে ৷ তাদের কাছে বেঁচে থাকার আর কিছু নেই ৷ এই অবস্থায় কেন্দ্রের পদক্ষেপ করা অবশ্য প্রয়োজন ৷"

এই সাহায্য প্রসঙ্গে সাংসদ আরও বলেন, "যা প্রয়োজন, শুধু সেটুকুই করার আবেদন জানিয়েছি ৷ তার বেশি কিছু বলিনি ৷ অন্য কোথাও যদি এই বিপর্যয় হত, তাহলে তার জন্য যা করতে হত, এখানে সেটাই করা হোক ৷" এদিন তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক তথা কেরলের সাংসদ কেসি বেণুগোপাল ৷

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা বলেন, "আমি ওনাকে (অমিত শাহ) এও বলেছি যে, প্রধানমন্ত্রী মোদি ওখানে গিয়েছিলেন ৷ ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি দেখা করেছেন ৷ তাই মানুষের মনে একটা আশা আছে যে, হয়তো প্রধানমন্ত্রী তাঁদের জন্য কিছু করবেন ৷ এখনও পর্যন্ত কোনও সাহায্য পাওয়া যায়নি, যা খুবই দুঃখজনক ৷" এদিন রাজনীতির ঊর্ধ্বে উঠে ওয়েনাড়ের মানুষের দুর্দশা উপলব্ধি করার বার্তা দিয়েছেন রাজীব-কন্যা প্রিয়াঙ্কা ৷

ABOUT THE AUTHOR

...view details