ওয়েনাড়, 2 অগস্ট: চারদিকের সবকিছু গিলে খেয়েছে ভয়াল ধস ৷ শ'য়ে শ'য়ে মানুষের মৃত্যু দেখা কেরলের ওয়েনাড়ে এখন স্বজন হারানোর বেদনা ৷ তাঁদেরই একজন কর্তায়নী ৷ মুদাক্কাই গ্রামের এই বাসিন্দা শুক্রবার ফিরেছেন নিজের এলাকায় ৷ তবে তাঁর নিজের বলতে আর বিশেষ কিছু বাকি নেই ৷ তিনি বলেন, "সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ৷ পরিবারের সবাই এক আত্মীয়র বাড়ি যান ৷ এরপর সব শেষ হয়ে যায় ৷ ফিরে এসে দেখি সব শেষ হয়ে গিয়েছে ৷ এখন আমার বাড়িও নেই ৷ পরিবারও নেই ৷ প্রতিবেশীরাও নেই ৷"
শুধু কর্তায়নী নন, এই একই অভিজ্ঞতা আরও বহু মানুষের ৷ এখনও পর্যন্ত 308 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন ৷ নিখোঁজের সংখ্যাও কম নয় ৷ আরও এক ব্যক্তির সঙ্গে কথা বলেছে ইটিভি ভারত ৷ শাহির নামে ওই ব্যক্তি তাঁর মা-সহ পরিবারের 16 জনকে হারিয়েছেন ৷ শুধু তাই নয়, এই 16 জনের মধ্যে 7 জনের দেহ উদ্ধার হয় ৷ বাকিরা এখনও নিখোঁজ ৷ তিনি জানান, সেদিন পরিবারের সকলের সঙ্গে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করেছিলেন ৷ কিন্তু কাজের কাজ হয়নি ৷ সময় যত এগিয়েছে ততই শাহির বুঝেছেন পরিবারের ওই সদস্যদের সঙ্গে আর কখনওই যোগাযোগ করা যাবে না ৷