পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দাদা রাহুলকে ছাপিয়ে 4 লাখেরও বেশি ভোটে জয়, সংসদে পা প্রিয়াঙ্কার - WAYANAD BY ELECTION RESULTS

ওয়েনাড় উপনির্বাচন ছিল জীবনের প্রথম ভোটের লড়াই ৷ আর শুরুটাও হল মনে রাখার মতো ৷ শেষমেশ 4 লাখ 8 হাজার 36টি ভোটে জিতলেন রাজীব-তনয়া ৷

PRIYANKA GANDHI
প্রিয়াঙ্কা গান্ধি (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2024, 2:59 PM IST

ওয়েনাড়, 23 নভেম্বর: জয় একপ্রকার নিশ্চিতই ছিল ৷ প্রশ্ন ছিল শুধু ব্যবধানের কমা-বাড়া নিয়ে ৷ সেখানেও অবশ্য দাদা রাহুলকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ রাহুল গান্ধির প্রাপ্ত ভোটের মার্জিন ছাপিয়ে দারুণ জয় ছিনিয়ে নিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ কার্যত একপেশে লড়াইয়ের পর 4 লাখ 8 হাজার 36টি ভোটে জিতলেন রাজীব-তনয়া ৷ সিপিআইয়ের সত্যান মোকেরি এবং বিজেপির নভ্যা হরিদাস রইলেন অনেক পিছনে।

কেরলের ওয়েনাড় লোকসভা উপনির্বাচন ছিল প্রিয়াঙ্কার জীবনের প্রথম ভোট ৷ শনিবার সকাল আটটায় গণনা শুরু হওয়ার সময় থেকেই এগিয়ে ছিলেন তিনি ৷ দুপুরে বোঝা যায় রাহুলের থেকেও বেশি মার্জিনে জয় পেতে চলেছেন প্রিয়াঙ্কা ৷ দুপুর 12টার একটু বাদে দেখা যায় 3 লাখ 68 হাজার 319 ভোটে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ তার আগে সকাল 11টা নাগাদ নির্বাচন কমিশন জানায়, গণনা করা 373424টি ভোটের মধ্যে তিনি 239554টি ভোট পেয়েছিলেন। সুতরাং সে সময় পর্যন্ত 64.15 শতাংশ ভোট পেয়েছেন প্রিয়াঙ্কা। শেষ পর্যন্ত দেখা গেল 4 লক্ষেরও বেশি ভোটে জয় পেয়েছেন তিনি ৷

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, প্রিয়াঙ্কা সকাল 10 টায় 1 লাখ 21 হাজার 476টি ভোট পেয়েছিলেন ৷ সে সময় সিপিআইয়ের সত্যান মোকেরির থেকে 85 হাজার 533টি ভোটে এগিয়ে ছিলেন ৷ সকাল আটটায় প্রার্থীদের অনুমোদিত এজেন্টদের উপস্থিতিতে পোস্টাল ভোট গণনা শুরু করেন নির্বাচন কর্মকর্তারা। এরপরে ইভিএমে ভোট গণনা শুরু হয় ৷

ওয়েনাড় দীর্ঘ সময় ধরে ইউডিএফের ঘাঁটি হিসেবে পরিচিত ৷ 2019 সালে উত্তরপ্রদেশের অমেঠি কেন্দ্র থেকে হেরে যাওয়া রাহুলকে লোকসভার রাস্তা দেখিয়েছিল এই ওয়েনাড়ই ৷ এবারের নির্বাচনের শুরুতেই কংগ্রেসের তরফে বলা হয়েছিল, কমপক্ষে 5 লাখ ভোটে জিতবেন প্রিয়াঙ্কা ৷ সেটা হল না ৷ 4 লাখ 8 হাজার 36টি ভোটের বিরাট ব্যবধানে জিতলেন প্রিয়াঙ্কা ৷

এই বছরের শুরুর দিকে হওয়া লোকসভা নির্বাচনে রাহুল গান্ধি এই আসন থেকে জয় পেয়েছিলেন সাড়ে তিন লক্ষেরও বেশি ভোটে ৷ রায়বেরেলি আসনেও জিতেছিলেন তিনি ৷ এরপর ওয়ানাড় আসনটি ছেড়ে দেন তিনি ৷ সেখানেই উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ এপ্রিলের লোকসভা ভোটে এখানে পড়েছিল 73.57 শতাংশ ভোট ৷ এবার পড়েছিল 64.71 শতাংশ। ভোটের হার এতটা কমায় অনেকেেই মনে করেছিলেন প্রিয়াঙ্কার জয়ের ব্যবধান রাহুলের থেকে কম হতে পারে ৷ তবে তা হল না ৷ দাদা রাহুলকেও ছাপিয়ে গেলেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details